আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে , মহান ভাষা,শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ / ০২ / ২০১৫ রোজ শনিবার ইতালির বোলজানো প্রভিন্সে নিকলা অডিটোরিয়ামে দেশি , বিদেশী সর্বস্তরের জনগণকে নিয়ে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় অতিথিবৃন্দ থাকবেন বোলজানো প্রভিন্সের নেতৃবৃন্দ গণ। গর্বিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় দলমত নির্বিশেষে সবাই আমন্ত্রিত।
স্থান – নিকলা অডিটোরিয়াম, বোলজানো
তারিখ – ২১/০২/২০১৫ রোজ শনিবার
আয়োজনে বাংলা স্কুল বোলজানো ও বাংলাদেশ সমিতি।
সার্বিক সহযোগিতায় সকল বাংলাদেশী বোলজানোবাসী।
ধন্যবাদান্তে
সভাপতিঃ জয়নাল আব্দিন এবং সাধারন সম্পাদকঃ কাইউম হুসাইন
উল্লেখ্য প্রবাসের মাটিতে আপনিও চাইলে আপনাদের দ্বারা আয়োজিত যেকোনো ধরণের সাংস্কৃতিক, সামাজিক ও জনকল্যাণমূলক ইত্যাদি ধরণের অনুষ্ঠানের প্রচারণার জন্য আমাদের টিম এর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সম্পূর্ণ ফ্রিতে আপনাদের এসকল অনুষ্ঠানের প্রচারণা করে যাবে। আর আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।