প্রিও আমিওপারি পাঠক বৃন্দ আপনারা হয়তো এর মধ্যে জেনে থাকবেন , যে আমিওপারি ওয়েব সাইটে ইতালিতে বসবাররত প্রবাসী ভাই/বোন দের জন্য নতুন একটি বিভাগ খোলা হয়েছে “ইতালিতে চাকুরী সংক্রান্ত সকল তথ্য” নামে। এবং আমদের অভিজ্ঞ ও দীর্ঘদিন যাবত ইতালিতে বসবাসরত টিম দ্বারা এই বিভাগটি পরিচালনা করা হচ্ছে। যেখানে আমাদের টিম এর সদস্যগণ ইতালিয়ান বিভিন্ন কাজের ওয়েব সাইট এবং বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগের মাধ্যমে , তাদের কাছ থেকে বিভিন্ন কাজের অফার সংগ্রহ করে আপনাদের কাছে প্রকাশ করে যাচ্ছে। যাতে করে আপনারা আমাদের এই বিভাগটির মাধ্যমে খুব সহজে ইতালিতে কাজের জন্য আবেদন করতে পারেন। তাই আমরা সব সময় এই বিভাগে নতুন নতুন কাজের অফার নিয়ে হাজির হব। এবং আপনারা এখানে পাওয়া তথ্য অনুযায়ী কাজের জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগ করে কাজের ব্যবস্থা করে নিতে পারবেন। যাই হোক আজকে আমরা আপনাদের জন্য কয়েকটি নতুন কাজের অফার নিন্মে প্রকাশ করছি। আপনারা যারা আগ্রহি তারা তাদের চাহিদা ও অভিজ্ঞতা অনুযায়ী সেখানে অ্যাপ্লাই করতে পারেন।
১- এক্সট্রা কুক আবশ্যকঃ এখানে শুধু প্রয়োজনের সময় কাজে লাগবে এরকম একজন কুক লাগবে আগ্রহীরা এখানে দেওয়া ইমেইলে আপনার সিভি পাঠিয়ে দিন। Cerco cuoco extra solo sabato sera inviare curriculum marcvespa@yahoo.it
২- রিসিপসনিস্ত আবশ্যকঃ ছোট একটি আবাসিক হোটেল এর জন্য একজন রিসিপসনিস্ত আবশ্যক, মোটামুটি অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে ধারণা সহ ইতালিয়ান ও মোটামুটি ইংলিশ জানা লাগবে। al ricevimento turnante per pomeriggio/notte. Sede lavoro Roma sud v.ze uscita 25 del Gra. Requisiti: anche minima esperienza nella mansione, conoscenza e uso pc e dei gestionali, perfetto italiano e conoscenza di almeno un’ altra lingua (preferibilmente inglese). Offresi: contratto a norma di legge. Inviare c.v. con foto a: info@jchotel.it
৩- কামেরিয়েরা আবশ্যকঃ আবাসিক হোটেল এর ব্রেকফাস্ত এর জন্য একজন মেয়ে কামেরিয়েরা আবশ্যক,হোটেলটি রোমের সেন্টারে, আবেদনকারীকে অনর্গল ইংলিশ বলা জানতে হবে। per servizio breakfast, sede lavoro Roma centro storico. Requisiti: esperienza nella mansione, inglese fluente, si offre: contratto a norma di legge. Inviare c.v. a: g.canzanella@tin.it
প্রিয় পাঠক আজকের মতো এখানেই আবার আসবো নতুন নতুন কাজের অফার নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।
উল্লেখ্য আপনারা যারা জানেন না কীভাবে ইতালিতে ইউরপিয়ান ফরম্যাটে আপনার সিভি বানাবেন তাদের জন্য আমিওপারি টিম কীভাবে সিভি বানাতে হয় তা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে হাতে ধরে বুঝিয়ে দিয়েছে এবং সেখানে আপনারা যারা নতুন তাদের জন্য একটি তৈরি করা সিভি দিয়ে রাখা হয়েছে যেটা আপনারা চাইলে এখান থেকে নামিয়ে নিজেরা নিজেদের তথ্য যোগ করে এডিট করে নিতে পারবেন। আমাদের সেই লেখাটি পরতে চাইলে এখানে ক্লিক করুণ।