Gruppo Coin ইতালির নামকরা শপিং মলের মধ্যে একটি কেননা এদের গ্রুপ এর মধ্যে রয়েছে OVS industry, COIN এবং UPIM এর মতো নাম করা সব মার্কেট। তাই এদের মধ্যে একবার কাজ করার জন্য প্রবেশ করতে পারলে ভালো বেতন সহ অনেক রকমের সুযোগ সুবিধা গ্রহন করা যায়। গতকালকেই এই Gruppo Coin তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৮ জন কর্মী নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। যার মধ্যে বড় পোস্ট থেকে শুরু করে ম্যাগাজিন/গুদামের কাজের জন্যও লোক খুজা হচ্ছে। কেননা এখানে বড় পোস্ট এর কাজ গুলো হয়তো আমাদের অনেকের দ্বারা সম্ভব নয় কিন্তু আমাদের দেশের অনেক ভাইয়েরা কিন্তু এই গ্রুপ এর ম্যাগাজিন/গুদামের কাজে নিযুক্ত রয়েছে। কাজেই যারা এই কাজের জন্য আবেদন করতে চান তারা এখানে ক্লিক করুণ তাহলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ছলে যাবেন। এবং সেখানে গিয়ে ওদের দ্বারা প্রকাশিত নতুন সব কাজের অফার দেখতে পাবেন, সেখানে সবার উপরেই রয়েছে ADD. MAGAZZINO নামে একটি বিজ্ঞাপন সেটিতে ক্লিক করুণ করে সেখানে Invia la candidatura নামক ট্যাবে ক্লিক করে সেখানে আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য সহ আপনার Cv সংযুক্ত করে পাঠিয়ে দিন। বিঃদ্রঃ কিভাবে ইতালিয়ান সিভি বানাতে হয় তা নিয়ে আমিওপারিতে ভিডিও টিউটোরিয়াল সহ একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন।
ইতালির নাম করা Gruppo Coin এর ম্যাগাজিন/গুদামের জন্য কর্মী নেওয়া হবে।
কাজের অফার অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্বখ্যাঁত AMAZON এর ইতালি শাঁখায় কর্মী নিয়োগ।
ইতালির McDonald’s এ কাজের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে।
কাজের অফার নতুন ওপেন হওয়া Mcdonald’s এ পার্ট টাইম এর জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে।
কাজের অফার বরফ বা নেভে পরিস্কার করা, প্রতিদিন ১০০ থেকে ১২০ ইউরো করে পেমেন্ট।
ইতালির রোমের চেন্তচেল্লিতে ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে নতুন McDonald's এর উদ্বোধন
কাজের অফার রোমের পর্যটক এলাকায় ইলেক্ট্রনিক রিস্কা চালক আবশ্যক।