• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে এমিরাটস এয়ারলাইন্সে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।

Byadilzaman

Jun 9, 2013

এমিরাটস এয়ারয়েজঃ ১৯৮৫ সালে মাত্র দুটি বিমান নিয়ে যাত্রা শুরু করে এমিরাটস এখন বিশ্বের অন্যতম একটি প্রধান এয়ারলাইন্স কোম্পানি । ভ্রমণ বিলাসিদের জন্য এমিরাটস সব সময় নিয়ে এসেছে একের পর এক চমক । আর এই এমিরাটস এয়ারলাইন্সে যাত্রীদের সেবা দিতে ইতালিতে বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে। ইতালিতে আমাদের বাংলাদেশী অনেক ছেলেমেয়ে রয়েছে যারা ভালো ইতালিয়ান ও ইংলিশ বলতে পারেন, তাই আমি তাদের বলছি যদি আপনাদের এই এয়ারলাইন্স কোম্পানির সাথে কাজ করার ইচ্ছা থাকে তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। কাজের জন্য এমিরাটস এয়ারলাইনস দ্বারা যে দিকগুলি বিবেচনা করবেঃ জব প্রার্থীদের একটি পজিটিভ এবং স্বাস্থ্যকর জীবনধারার অধিকারী হতে হবে, তাদের অন্যদের দিকে সহানুভূতির মনোভাব থাকতে হবে, যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা, নমনীয়তা এবং কাজের প্রতি চ্যালেঞ্জিং মনমানসিকতা সহ প্রার্থীদের বয়স কমপক্ষে ২১ বছর, স্নাতক ডিগ্রি, ইংরেজিতে চমৎকার জ্ঞান (লিখিত এবং কথিত)  এবং শারীরিক মাপসই করা হবে।

উল্লেখ্য কাজের  ইন্তারভিউ নেওয়া হবে

–          Catania il 24 giugno 2013 alle ore 09.00

–          Venezia il 29 giugno 2013 alle ore 09.00

–          Roma il 04 luglio 2013 alle ore 09.00

যদি কেউ আগ্রহী থাকেন তাহলে নিচের লিঙ্কটিতে ক্লিক করে আপনার CV পাঠিয়ে দিন।

এখানে ক্লিক করুন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *