• Sat. Nov ২৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির বর্তমান অবস্থা!! ২০১৪-ইতালির পরিস্তিতি-বেচে থাকার জন্য কাজ করা! আমিওপারি পাঠকের একটি প্রতিবেদন।

Bymirkodeb

Mar 20, 2014

যদিও বলা হয়ে থাকে ইউরোপের তথা ইতালির crisi economia(অর্থনৈতিক দূরঅবস্হা) ২০০৮ থেকে শুরু হয়েছে, তবুও সত্যিকার অর্থে আমি কাজের জন্য মারাত্তক সমস্যায় পড়ি ২০১৩ থেকে। এর পরও ইতালিতে একেক জনের একেক অবস্হা । যারা যেকোন একটি কাজ অনেক দিন ধরে করে আসছেন, এবং স্বাভাবিকভাবেই কাজের inditerminato contratto আছে, তাদের জন্য অর্থনৈতিক crisis এর ধাক্কা তেমন কিছুই না। যদিও অনেকের ক্ষেত্রে মালিক কাজের কনট্রাক্ট বদলীয়ে ৮ ঘন্টার জায়গায় ৪ ঘন্টা করেছে ,কারোকারো inditerminato কনট্রাক্ট বদলীয়ে ৩ মাস,৬মাস বা ১বছর করেছে। যদিও আপনারা জানেন inditerminato কনট্রাক্ট বদলানো আইনগতো ভাবে ঠিক নয়, তবুও মালিকপক্ষ তাদের advocate/commercialistদের সাথে আলাপ করে, তাদের দিয়ে letter বা পত্র তৈরী করে, তাদের কর্মচারীদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেয় । এই letter বা পত্রের বিযয়বস্তু একেকক্ষেত্রে একেকরকম হতে পারে । যেমন হতে পারে পত্রে লেখা আছে আপনি আপনার কাজের inditerminato contratto থাকার পরও স্বেচ্ছায় কাজ ছেড়ে চলে যাচ্ছেন । এটা সাধারনতো করা হয় পরে ওই মালিক ঐ একিই কর্মচারীর নতুন করে কাজের কনট্রাক্ট করবে যাতে নতুন term and condition থাকবে । এই term and condition এমন ভাবে করা হয় যাতে মালিকপক্ষ আপনাকে আগে থেকে কম বেতন দিয়ে বেশী ঘন্টা খাটিয়ে নিচ্ছে এবং সরকারকে আগে থেকে কম tax দিচ্ছে । এক্ষেত্রে বিশেষকরে বিদেশী কর্মচারীদের স্বাক্ষর না করে আর কোনো ঊপায় থাকেনা । কারন মালিকপক্ষের সাথে একমত না হওয়া মানে কাজ ছেড়ে চলে যাওয়া । যারা মালিকপক্ষের সাথে রাগের বশে কাজ ছেড়ে চলে যায় তারাই ভূল করে । কারন নতূন করে মন মতো কাজ পাওয়া যে কি কঠিন তা একমাত্র ভুক্তভোগীইরা জানেন । এরপরও যেকোনো কনট্রাক্টে কাজ করলেও তারা অন্ততো অবৈধ ভাবে যারা থাকছেন বা যাদের কোনো কাজ নেই, তাদের থেকে অনেক ভালো আছেন । কিছুদিন আগে আমি এবং আমার বন্ধু মিলে ইতালির roma তে টুরিস্টপয়েন্ট colosseoতে বেড়াতে যাই । ঐখানে কিছু বাঙ্গালীরা বাইরে থেকে আসা টুরিস্টদের কাছে পোস্টার , সুভেনির ও অন্যান্য জিনিসপত্র বিক্রী করে কোনো ভাবে তাদের বাসাভাড়া ও খাওয়ার টাকা তুলছে । তাদের কয়েকজনের সাথে কথা বলার সময় আমি এর কিছু অংশ ভিডিও করে রাখি । ভিডিওটি আপনাদের জন্য এখানে তুলে দেওয়া হলো—-

[youtube tN9CDXYDBSE?modestbranding=1&rel=0 nolink]

সুতোরাং বাংলাদেশী ভাইরা, আপনারা যারা ইতালীতে আসতে চান , একবারের জন্য হলেও এখানকার পরিস্হিতি গভীরভাবে চিন্তা করে আসবেন ।

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আপনিও চাইলে আপনার সাথে ঘটে যাওয়া যেকোনো লেখা আমিওপারিতে নিজে নিজেই প্রকাশ করতে পারবেন। কিভাবে আমিওপারিতে আপনার লেখা প্রকাশ করবেন জানতে এখানে ক্লিক করুণ

mirkodeb

knowledge is power

One thought on “ইতালির বর্তমান অবস্থা!! ২০১৪-ইতালির পরিস্তিতি-বেচে থাকার জন্য কাজ করা! আমিওপারি পাঠকের একটি প্রতিবেদন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *