হাসান মাহমুদ- রোমঃ নারী অধিকার আদায়ে নারীদেরকে সচেতন করে গড়ে তোলার অঙ্গীকার গ্রহনের মধ্য দিয়ে ইতালিতে বিশ্ব নারী দিবস উৎযাপিত হয়েছে। রাজধানী রোমে একাধিক বাংলাদেশী নারী সংগঠন দিবসটি উপলক্ষে নানান কর্মসূচী উৎযাপন করে। লেডিস ক্লাব ইতালী রোমের তাজমহল রেষ্টুরেন্ট এ নারী দিবসের আলোচনা সভা, সঙ্গীত অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদৎ হোসেন। তিনি তার বক্তব্যে আমাদের জাতি গঠনে নারীরদের বিশেষ ভুমিকার কথা উল্লেখ করেন। সৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের দুই নেত্রীর ভুমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত। লেডিস ক্লাবের সভাপতি বিলকিছ আজাদের সভাপতিত্বে রাজিয়া সুলতানা টুনি ও নায়না আহামেদের পরিচালনায় বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও বক্তব্য রাখেন। রাষ্ট্রের সাহায্য ও সহোযোগীতা পেলে দেশীয় নারীরা আরও এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন নারীরা।
এছাড়া নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী সমিতি ইতালি পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। রাজিয়া সুলতানার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রেনফা আহমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসী গৃহ বধুরা অংশ গ্রহন করে। মহিলা সমিতির নেতৃবৃন্ধ নারীদের অধিকার আদায়ে নিরলশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
[youtube U8cFrzNmU5M?modestbranding=1&rel=0 nolink]