• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে ধুমকেতু সেকেন্ড জেনারেশন এর উদ্যোগে বিশ্ব নারী দিবস এর আলোচনা সভা অনুষ্ঠান।

Bymoin

Mar 9, 2014

গত ৮ মার্চ ২০১৪ প্রেনেস্তিনা সংলগ্ন via ettore fieramosca , বাংলা পার্ক এ ধুমকেতু সেকেন্ড জেনারেশন এর উদ্যোগে বিকেল ৫ টায় বিশ্ব নারী দিবস এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভা আহবায়ন করেন আমিনুল ইসলাম এবং ফারাহ মাজহারুল। উক্ত সভায় উদ্ভধনী ভাষণ দেন রোমে এর বিশিষ্ট নারী সংগঠক ও চ্যানেল এস এর নারী সাংবাদিক সায়রা হোসেন রানী। সভায় আরও উপস্থিত ছিলেন রোমের সকল নারী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় রোমের নারীদের সাংসারিক কাজ কর্মের পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিও অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *