• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে নতুন মেট্রো সি কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে।দেখেনিন নতুন মেট্রোর কিছু ভিডিও।

ByLesar

Mar 15, 2014

ইতালির নগরী রোমে মেট্রো এ(A) ও মেট্রো বি(B) এর পর চালু হতে যাচ্ছে মেট্রো সি(C)। রোমের একপ্রান্ত হতে অন্য প্রান্তরে খুব দ্রুত যোগাযোগের জন্য এতদিন একমাত্র মাধ্যম ছিল মেট্রো এ ও মেট্রো বি তবে এ দু’টি মেট্রো দিয়েও সম্পূর্ণ রোম শহরের বেশ কিছু এলাকার মানুষ অনেক দিন যাবত দুর্ভোগে কাটাচ্ছিলেন আর তাদের কথা চিন্তা করেই নতুন এই মেট্রো সি এর আবির্ভাব। যা তৈরির কাজ বিগত কয়েক বছর ধরেই চলছে এবং আমাদের অনেকেই বেশ আগ্রহের সাথেই এর উদ্বোধনের জন্য অপেক্ষা করছেন? রোমের সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিলো যে, নতুন মেট্রো সি ২০১৫ শাল নাগাদ চালু করা হবে। আর তারি ধারাবাহিকটায় এ বছরের অক্টোবর মাস থেকে চালু করা হবে এই মেট্রো সি। যার মাধ্যমে যারা এতদিন রোম শহরের মেট্রো লাইন ছাড়া এলাকায় কষ্ট করে চলাফেরা করতেন !! তাদের সকল কষ্টের অবসান ঘটবে। নতুন এই মেট্রো সি যেটি Pantano থেকে Lodi পর্যন্ত যাতায়াত করবে। ইতালির পরিবহণ মন্ত্রণালয় নির্ধারক Anna Maria Cesaretti নতুন এই মেট্রো সি পর্যবেক্ষণ করেন এবং তিনি এর কার্যক্রম দেখে সন্তুষ্ট বলেও জানান। তবে কিছু কিছু স্তপিজে এখনো মেট্রো লাইনের ছাদের কভার লাগানো বাকি রয়েছে, যেমন Torre Angela নামক একটি এলাকায় এখনো কিছু কাজ বাকি রয়েছে। এখানে একটি ভিডিও তুলে ধরা হল যেখানে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।

[youtube 0VLyopYQPOI?modestbranding=1&rel=0 nolink]

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *