প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ ও ইটালি রোম প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। বিশ্বের প্রতিটি দেশ এখন প্রযুক্তির সাথে তালে তাল মিলিয়ে দেশের মানুষদের উন্নত মানের সেবা প্রদান করার কাজে কাজ করে যাচ্ছে, যার মদ্ধে ইতালিও বসে নেই। যদিও ইতালি ধনী দেশ গুলোর মদ্ধে একটি তারপরেও ইউরোপের অন্যান্য ও পার্শ্ববর্তী দেশের তুলনায় ইতালি কিন্তু প্রযুক্তির দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। আর তাই এখন তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের এই প্রযুক্তির সেবা গুলোর মাদ্ধমে এক ধাপ এগিয়ে রাখতে। আপনারা জারা ইতালির রোমে বসবাস করেন এবং মেট্রো লাইন বা সাবওয়ে দিয়ে চলাচল করেন তারা হয়তো এর মদ্ধে লক্ষ করেছেন যে, এই মেট্রো লাইন এর মদ্ধে মেট্রো A লাইনে অনেক আগে থেকেই মোবাইল নেটওয়ার্ক সুবিধাটি চালু হয়েছে, মানে আপনি মাটির নিচে এই মেট্রো দিয়ে চলাচল অবস্থায়ও আপনার মোবাইল দিয়ে কথা বলা সহ ইন্টারনেট ব্যবহার করতে পারতেন। তবে এই সুবিধাটি এতদিন সুধুমাত্র মেট্র A লাইনের মধ্যেই ছিল। ইতালির রোমে মোট দুইতি মেট্রো লাইন রয়েছে যার মদ্ধে একটি মেট্রো A যেটি (Battistini-Anagnina) রুটে চলাচল করে ও অপরটি মেট্রো লাইন B যেটি (Rebibbia-Laurentina) রুটে চলাচল করে, এবং ২০১৩ তে মেট্রো B1 নামক নতুন একটি মেট্রোর উদ্ভদন করা হয় এবং বর্তমানে ইতালির সরকার মেট্রো C নামক নতুন একটি মেট্রো লাইন এর কাজ করে যাচ্ছে যা ২০১৫ নাগাদ জনগনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে তারা আশাবাদী।
যাই হোক এই মেট্রো B লাইনে কিন্তু এতদিন মোবাইল নেটওয়ার্ক এর কোন ব্যবস্থা ছিল না, মানে আপনি মেট্রো B দিয়ে চলাচল করার সময় আপনার মোবাইল এর জিরো নেটওয়ার্ক থাকতো আর যার জন্য আপনি এই মেট্রো B তে চলাচল করা সময় পর্যন্ত কারো সাথে ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করতে পারতেন না। তবে আপনারা যারা এতদিন মেট্রো B লাইনে চলাচল করে আসছেন তাদের জন্য সুখবর হল এই যে, এখন থেকে মেট্রো A এর মত মেট্রো B তেও থাকবে মোবাইল নেটওয়ার্ক এর পরিপূর্ণ ব্যবস্থা। ইতালির সরকার তাদের জনগনের কথা চিন্তা করে এই মেট্রো বি লাইনের প্রতিটি স্তপিজে GSM এবং Umts/Hspa দ্বারা নতুন প্রযুক্তির নেটওয়ার্ক সংযুক্ত করার কাজ সম্পূর্ণ করেছে। কাজেই এখন থেকে আপনারা রাস্তায় যেমন ফোনে কথা বলতেন তেমনি মেট্রোর ভিতরেও একি ভাবে কথা বলতে পারবেন এমনকি মেট্রো সহ যখনি আন্ডারগ্রাউন্দে প্রবেশ করবেন তখনো আপনার মোবাইলে নেটওয়ার্ক সচল থাকবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]