সুইজারল্যান্ড- জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ গত ৩১ শে জানুয়ারী সুইজারল্যান্ডের জেনেভাস্ত জাতিসংঘ মিশনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির উদ্যোগে এক অবস্থান কর্মসূচী আয়োজন করা হয় । অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনের জন্য সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাস বি.এন.পির নেতা-নেত্রীবৃন্দ অংশগ্রহন করেন। বক্তারা বলেন, গত ৫ বছর আওয়ামীজোট সরকার বাকশালীয় কায়দায় বিরোধীদল দমন-নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দেশের গনতন্ত্রকে হত্যা করেছে। বি.এন.পি নেতৃত্বাধীন ১৮ দলকে বাইরে রেখে গত ৫ই জানুয়ারী এক হাস্যকর নির্বাচনের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতায় থাকার প্রচেষ্টা চালাচ্ছে, যা বাংলাদেশের জনগন কখনও মেনে নেয়নি-নেবে ও না। বাংলাদেশে এখন এক অবৈধ সরকার যার সাংবিধানিক কোন ভিত্তি নেই। বিচার বহির্ভূত হত্যা অতীতের যে কোন সময়ের চেয়ে আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উক্ত কর্মসূচীতে নেতৃত্ব দেন সুইজারল্যান্ড বি.এন.পির সভাপতি জনাব মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন জেনেভা বি.এন.পির সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম জর্জ, জেনেভা বি.এন.পির সহ-সভাপতি নূরুল ইসলাম জর্জ, জেনেভা বি.এন.পির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, জেনেভা বি.এন.পির উপদেষ্টা হোসাইন সাদাত ও নাজির আহম্মেদ পারভেজ , কুদরত ইলাহী টুকু, হাসানুজ্জামান মনি, নিজাম উদ্দিন, আঃ কাদের সোহেল, টি.আই.শামীম, মোঃ আলম,নাদির হোসেন, লুজান জিয়া পরিষদের জনাব মিলন ,মিলি হোসেন ,ইতি ইসলাম, নিশাত আক্তার, রোজিনা ইসলাম, মেহনাজ পারভীন সহ আরও অনেকে। কর্মসূচী থেকে বাংলাদেশের অবৈধ সরকারকে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অতি দ্রূত নির্বাচনের জন্য জোর দাবী জানান হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ ইউ.এন.ও তে বাংলাদেশের বর্তমান ডকুমেন্টারী ও স্বারকলিপি প্রদান করেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]