চোরের আবির্ভাব তাও আবার ইতালির মতো একটি প্রতিষ্ঠিত দেশে। কথাটি শূনতে হাস্যকর মনে হলেও সত্যি। বর্তমানে বিশ্ব মন্দার সাথে তালে তাল মিলিয়ে ইতালিতে নতুন এক ধরনের চোরের আবির্ভাব ঘটেছে। আগে দেখা যেতো গাড়ি চুরি করতে কিন্তু এখন আর গাড়ি চুরি নয় চুরি হচ্ছে গাড়ির চাকা। মানে আপনি আপনার গাড়ি পারকিং করে নিশ্চিন্তে গুমাচ্ছেন সকালে গিয়ে দেখেন চোর আপনার গাড়ি চুরি না করে গাড়ির টায়ার চুরি করে নিয়ে গেছে। হে বন্ধুরা ইতালিতে বেশ কিছুদিন ধরেই প্রায় অনেক গুলো নগরিতেই এই রকমের চুড়ির ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গত নভেম্বর মাসের ১৫ তারিখে মিলানোর একটি শহরে এরকম কয়েকটি গাড়ির চাকা চুরির মামলা হয়েছে। এবং আজ সকালে ইতালির প্রধান শহর রোমের Via Alberobello নামক একটি স্থান থেকেও ঠিক একি রকম ভাবে একটি গাড়ির চাকা চুরি করা হয়েছে। যদিও চোর তেমন বড় কোন ক্ষতি করছে না। কিন্তু রোমের মানুষ এখন নিশ্চিন্তে আর রাতে ঘুমাতে পারছে না। কেননা সারাদিন কাজ করার পর বাসায় ফিরে অনেক কষ্টে রাস্তায় একটি পারকিং মিলে তার পর যদি সকালে গিয়ে যদি সেখানে শূন্য চাকার গাড়ির মেলে তাহলে কেমন লাগে? তাই ইতালি প্রবাসী বাঙ্গালী ভাইয়েরা আপনারা একটু সতর্ক ভাবে নিজেদের গাড়ির পারকিং করবেন। কেননা বলা যায়না হয়তো আগামীকাল এই চোরের টার্গেট হতে পারেন আপনি!!
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
” যদিও চোর তেমন বড় কোন ক্ষতি করছে না ” কথাটাতে বেশ অবাক হলাম । গাড়ির চার চাকা নিয়ে কি লেখকের ধারনা আছে? আর তা যদি হয়, আমার বন্ধুর খোয়া যাওয়া বি এম ডাবলু ৩২০ডি মডেলের রিম সহ চার চাকা । (800×4 + 180×4 ইউরো )= সামান্য ক্ষতি ।