সাবধান সাবধান সাবধান বাংলাদেশী চিটিংবাজ ও দালাল থেকে সাবধান, যারা বাংলাদেশ থেকে আপনাদের আত্মীয় স্বজন এনে দেয়ার নাম করে, ভুয়া নুল্লা অস্তা নিজে তৈরি করে, হাজার হাজার ইউরো আত্তসাদ করে, এইসব দালাল চক্র থেকে সাবধান। রনি খান, পিতাঃ সোরাব খান, গ্রাম কুলপদ্দি থানা ও জেলা মাদারিপুর। গত ২ বছর আগে রনি খান কাতানিয়া থেকে সানরেমো শহরে এসে, বিভিন্ন লোকের সাথে বন্ধুত্য করে এবং তাদের কে আশ্বাস দেয় যে, রনি খান বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসাতে, সল্প সময়ে ইতালিতে লোক এনে দিতে পারবে। সে তার নিজের বাসায় বসে, কম্পিউটার দিয়ে অনেক গুলি ভুয়া/জাল নুল্লা-অস্তা তৈরি করে ৪৮ হাজার ইউরো আত্তসাদ করে, কাতানিয়া পালিয়ে যায়, তারপর কাতানিয়াতে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়। বর্তমানে সে জেলে আছে এবং তার বিচার কার্যক্রম চলতেছে। আমরা সানরেমো বাসীদের পক্ষ্য থেকে সকল ইতালিস্ত ভাই ও বোনদের অনুরোধ করা হইতেছে যে, এই ধরনের দালালচক্র হইতে সতর্ক থাকবেন । প্রচারে সানরেমো বাসী, ইতালি।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]