ইতালিয়ান রেস্টুরেন্ট গুলো অনেক ব্যয় বহুল হওয়ায় ইতালিতে বসবাসরত প্রায় অনেক দেশের প্রবাসী এবং ইতালিয়ানরাও বেঁছে নিয়েছে তার বিপরীত হিসেবে এই চাইনিজ রেস্টুরেন্ট গুলো। কেননা যেখানে ইতালিয়ান রেস্টুরেন্টে মেনু বাবদ খাওয়ার পর গুনতে হয় ৮০ থেকে ৯০ ইউরো জন প্রতি সেখানে সেই একি খাবার চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া যায় মাত্র ১৫ থেকে ২০ ইউরোর মধ্যে। আর তাই এখন অনেকেই বর্তমান বিশ্বমন্দার মধ্যে সাশ্রয়ে নিজেদের চাহিদা মেটাতে বেঁছে নিয়েছে এই চাইনিজ রেস্টুরেন্ট। কিন্তু কেউ কখনো কি নিজেদের একটু প্রশ্ন করে দেখেছেন? যে ওরা কিভাবে এই একি জিনিস এতো কমদামে দিয়ে যাচ্ছে? না আমরা সাধারণত এই প্রশ্নটি কখনো করিনা বা এর উত্তর ও আমাদের পক্ষে জানা সম্ভবও নয়। যাই হোক এবার আসা যাক আসল কথায়। ইতালির রোমে কোসতুরা ডি রোমা মানে রোম থানার পুলিশ গতকাল ১০-১২-২০১৩ এ নিয়ে রোমের ভিত্তরিও সহ Esquilino di Roma এলাকার প্রায় অনেক গুলো চাইনিজ রেস্টুরেন্টে তাদের গ্রুপ নিয়ে তল্লাসি চালায়। সেই তল্লাসিতে চাইনিজ দের আসল গোমর বেড় হয়ে আসে। মানে ওদের প্রতিটি রেস্টুরেন্টে গিয়েই দেখা গেছে তারা মেয়াদ উত্তিন্ন ও পচা মাছ দিয়েই রেস্টুরেন্ট পরিচালনা করে। পুলিশ সেই অভিজানে প্রায় ৩০০ কেজির মতো মেয়াদ উত্তিন্ন ও পচা মাছ জব্দ করেছে। এখানে মনে করা হচ্ছে ওদের একটি চক্র রয়েছে যারা বিভিন্ন বড় বড় সুপারমার্কেটর সাথে হাত করে ওদের ফেলে দেওয়া মেয়াদ উত্তিন্ন মাছ গুলো নিয়ে এসে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে নাম মাত্র দামে বিক্রি করে। আর এজন্যই ওরা এতো কম দামে ওদের কাস্তমার দের এই সার্ভিস দিতে পারে। কাজেই বন্ধুরা যারা কম দামে এই সব চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে খেয়ে অভ্যস্ত তারা একটু চিন্তা করে দেখবেন! কেননা আপনার জীবন আপনাকেই রক্ষা করতে হবে এবং ভালো খারাপও আপনাকেই বেঁছে নিতে হবে। এই তল্লাসি নিয়ে রয়েছে সম্পূর্ণ একটি ভিডিও প্রতিবেদন সেটি নিচে দেওয়া হল।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
রোমে চাইনিজ রেস্টুরেন্টে তল্লাসি চালিয়ে ৩০০ কেজির মতো মেয়াদ উত্তিন্ন মাছ জব্দ করেছে। এ নিয়ে দেখুন ভিডিও প্রতিবেদন।
বাংলা প্রেস ক্লাব ইতালি’র নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইতালির আন্তর্জাতিক এয়ারপোর্ট Fiumicino তে যাত্রীদের সাথে অভিনব পদ্ধতিতে প্রতারণা
ইতালির রোমে আরো একটি শপিংমল Centro Commerciale উদ্ভধনি হতে যাচ্ছে
ইতালীতে মোস্তফা ফিরোজ দিপু কে সংবর্ধনা
ইতালির রোম দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত ‘শাহাদাত হোসেনের’ সাক্ষাৎকার
সতর্কবার্তা আগামীকাল ২৩ মার্চ ইতালিতে আবহাওয়া দপ্তর থেকে খারাপ আবহাওয়ায় বিশেষ বার্তা প্রদান