রোমের কাস্তেল্লি রোমানি এলাকায় নতুন একটি চেন্ত্রো কমেরচিয়ালে চালু হতে যাচ্ছে। এটি ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আগামী ২৮শে নভেম্বর ২০১৩ বিকাল ৪ ঘটিকায়। এতে প্রায় সব ধরনের দোকান মিয়েলে টোটাল ৪৫ টি দোকান থাকবে এবং এতে ২৫০ জন কর্মচারী কাজের সুযোগ পাবে বা নিয়োগ দেওয়া হবে। এটি অন্যান্য শপিং মলের তুলনায় একটু ভিন্ন সাঁজে সাজানো এবং ডিজাইন করা হয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করে এটি করা হয়েছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]