• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোমে বর্ণবাদীদের হামলা রুখে দাঁড়াতে বিক্ষোভ মিছিল

ByLesar

Dec 10, 2013

ইতালির রোমের তরপিনারতারায় প্রবাসী ইম্মিগ্রান্তদের উপর বর্ণবাদীদের হামলা বন্ধসহ সকলের জন্য চিকিৎসা ও বাসস্থানের দাবীতে রোম প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে গত রবিবার এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আয়োজিতো বিক্ষোভ মিছিলে দলবল নির্বিশেষে সকল প্রবাসীরা অংশ গ্রহণ করেন। এসময় সামাজিক সংগঠন ধুমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন,বিদেশীদের উপর এরকম যেকোনো হামলার প্রতিবাদে রুখে দাঁড়াতে আমাদের সকল প্রবাসীদের এক সাথে এগিয়ে আসতে হবে, আর আমাদের একাত্তবদ্ধতাই হতে পারে দকল প্রতিবাদের মূলশক্তি। উক্ত প্রতিবাদ মিছিলে ইতালী আওয়ামীলীগ ও ইতালি বিএনপি গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস ইতালী, জালালাবাদ কল্যাণ সংঘ(বৃহত্তর সিলেট)রোম-ইতালী ও উলামা কাউন্সিল অব ইতালী সহ ইতালীর সর্ব স্তরের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই বিক্ষোব মিছিলে অংশগ্রহণ করা সহ স্থানীয় ইতালীয় কিছু সংগঠন এতে অংশগ্রহণ করে। বর্তমানে ইতালির রোম প্রবাসীদের মাঝে ‘বাংলা ট্যুর’ নামে এক আতঙ্ক বিরাজ করছে। ইতালিয়ান এক গ্রুপ বাঙ্গালী সহ কালো বিদেশীদের একা কোথাও পেলেই মারধর করে দ্রুত পালিয়ে যায়, তাই সেজন্য ওদের সনাক্ত করা যাচ্ছে না। বিশেষ করে রাতের বেলা যারা একা একা চলাফেরা করে এবং যারা খুব ভোঁরে ফজরের নামাজ পরতে যান তারাই হচ্ছে ওদের প্রধান টার্গেট। আর এই বর্ণবাদী গ্রুপ তথা ‘বাংলা ট্যুর’ কে প্রতিহত করতেই এই প্রতিবাদ র‍্যালীর আয়োজন করা হয়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *