রিপোর্টঃ মাইনুল ইসলাম নাসিম (নিউজ এনআরবি,রোম ইটালি)
ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের ভাবমূর্তির প্রশংসা করেছেন ইতালির রাস্ত্রপতি ‘জর্জো নাপলিতানো’, সাক্ষাৎকারে এমনটিই বললেন ইতালি বাংলাদেশ দূতাবাসে কর্মরত মাননীয় রাষ্ট্রদূত ‘শাহাদাত হোসেন’ তিনি বলেন ইতালির রাস্ত্রপতি জর্জো নাপলিতানোর কাছে আমার পরিচয়পত্র পেশ কালে দ্বিপাক্ষিক বিষয়াদি আলোচনায় স্থান পায়,সেই আলোচনা পেক্ষাপতে ‘জর্জো নাপলিতানো’ যে বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে আমার কাছে উল্লেখ করেছেন,তা হোল ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিষয়ে কোন বিরূপ মন্তব্য দেখিওনাই এবং কারো কাছ থেকে কোন বিরূপ মন্তব্য শুনিওনাই। এটি আসলেই আমাদের জন্য খুব গর্ভের একটি বিষয়।
এই সুনাম রক্ষার্থে মহামান্য রাষ্ট্রদূত ‘শাহাদাত হোসেন’ বিগত রাষ্ট্রদূত সহ এই ইতালি,রোম দূতাবাসে কাজ করেছেন সবারইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্যঃ রাষ্ট্রদূত ‘শাহাদাত হোসেন’ গত বছর থেকে ইতালি রোম, দূতাবাসে কর্মরত।
তিনি এখানে আর একটি কথা অনন্দ ও গর্ভের সাথে তুলে ধরেন, যে গত ২৫শে মে ২০১৩ ইতালিতে পহেলা বৈশাখ ১৪২০ মেলার উদ্ভদনি অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং যেটি আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হোল,আমার বাম পাশে ইতালি আওয়ামী লীগ নেতা ও ডান পাশে ইতালি বিএনপি নেতা উপস্থিত ছিলেন, এটি সত্যিই খুব ভালো লেগেছে।
আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]