• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

Android ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিকভার অথবা বাইপাস করবেন

ByLesar

Dec 12, 2013

বর্তমানে স্মার্টফোন ইউজ করার ফলে আমাদের পিসি টা অনেক কম ইউজ হয়। আর যেহেতু মোবাইল অথবা ট্যাব টি বেশি ইউজ হয় সেজন্য আমরা আমাদের ডাটা বা ফাইল সিকিউর রাখার জন্যে নানা প্রকার সিকিউরিটি ইউজ করে থাকি। এর মধ্যে নরমাল এবং খুব কমন একটি সিকিউরিটি হল এন্ড্রয়েড ডিভাইস এর পাসওয়ার্ড। হতে পারে সেটা নরমাল পাসওয়ার্ড অথবা পিন কিংবা প্যাটার্ন লক। তবে সমস্যা এখানেই মাঝে মাঝে অনেকে আমরা ভুল বশতই ভুলে যাই প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ডটি অথবা দেখা গেছে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলো পরে সে ডিভাইস নিয়ে চেঞ্জ করে দিলো। এমন হয় ফ্রেন্ড সার্কেল এর মধ্যে। আর এই নিয়ে অনেকে অনেক সমসসায় ভুগেছেন এমনকি ডিভাইস ও ফ্যাক্টরি রিসেট দিয়েছেন। তবে আজ এই নিয়ে দু’টি মেথড দেখাবো যেখানে আপনার পাসওয়ার্ড/পিন/প্যাটার্ন লক রিকভার অথবা বাইপাস করতে পারবেন । আমি মনে করি পোস্টটি সকলের একবার হলেও পড়া দরকার কারন কার কখন কাজে লাগে বলা যায় না। চলুন তাহলে দেখি মেথড গুলো…

মেথড ১- এই পদ্ধতিতে আপনি আপনার গুগল একাউন্ট দিতে Pattern Lock রিকভার করতে পারবেন। এজন্য আপনার ডিভাইস এ মাস্ট এবং মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই পদ্ধতিতে রিকভার করার জন্যে ৫ বার ভুল প্যাটার্ন দিন তারপর একটি অপশন আসবে এরকম– Forgot Pattern? আসলে এটার ভিতর যান এবং আপনার জিমেইল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনাকে নতুন প্যাটার্ন দিতে বলবে এবং দিয়ে ফেলুন। এটি খুব সহজ মেথড এবং খুব দ্রুত আপনি প্যাটার্ন লক আনলক/রিকভার করতে পারবেন তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনাদের আর ভালো করে বুঝানোর জন্য নিচে একটি ছবি দিয়ে দেওয়া হল।

মেথড ২- আপনার ডিভাইস এ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তবে কি করবেন?? তখন করার কিছু নেই আপনার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে এই পদ্ধতিতে। তবে ডিভাইস এর ভিতর থেকে আমরা রিসেট করতে পারি অনেকেই কিন্তু রিকভারি মুড থেকে অনেকেই পারি না এমনকি জানি ও না কিভাবে করতে হয়। তবে বলে রাখি রিসেট করার পর আপনার ডিভাইস এর সকল অ্যাপ/ডাটা মুছে যাবে এবং ডিভাইস নতুন ভাবে রিসেট হয়ে আসবে যেমনটি মার্কেট থেকে কিনেছিলেন। সুতরাং করতে চাইলে নিচের পদ্ধতি দেখুন…

এজন্য প্রথমেই আপনার ডিভাইসটি বন্ধ করুন। কিভাবে বন্ধ অথবা সুইচ অফ করতে হয় তা নিশ্চয় বলে দিতে হবে না। এখন  Volume
up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।তবে বিভিন্য কোম্পানির ডিভাইস এ এই পদ্ধতি বিভিন্য রকম হয়ে থাকে তাই এটা কাজ না করলে নিচের যেকোনো একটা কাজ করবে…

১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button

উপরের যেকোনো একটা কম্বিনেশন কাজ করবেই মাস্ট আপনার ডিভাইস এ । তারপর আপনি রিকভারি মুড এ প্রবেশ করবেন এই পদ্ধতিতে। প্রবেশ করার পর Wipe Data / Factory Reset নামক একটা অপশন দেখতে পারবেন এবং অপশন টি সিলেক্ট করার জন্যে ডিভাইস এর ভলিউম বাটন ইউজ করুন উপর নিচে নামতে এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট অথবা ওকে চাপতে পারবেন। এই অপশন টি সিলেক্ট করার পর আপনার কাছে কনফারমেশন পারমিশন চাওয়া হবে এবং ইয়েস দিয়ে দিন তাহলে আপনার ডিভাইস টি ফ্যাক্টরি রিসেট হবে এবং নতুন করে ডিভাইস চালু হবে এতে করে আপনার দেয়া পূর্বের সকল পাসওয়ার্ড মুছে যাবে এমনকি সব ডাটা ও । বন্ধুরা আশা করি এই পোস্টটি যারা এন্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তাদের অনেক উপকারে আসবে।এরকম আরো প্রয়োজনীয় সকল তথ্য পেতে আমাদের সাথে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকুন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *