• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ByLesar

Oct 21, 2013

জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুইচ বাংলাদেশী কালচারাল এ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেনেভা প্রবাসী বাঙ্গালীরা স্বতঃস্ফুত ভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন দলমত নির্বিশেষে এ অনুষ্ঠানে বাংলাদেশী শিশুকিশোররা নাচ-গান, কবিতা আবৃতি ও লটারিতে অংশগ্রহণ করে। বাচ্চাদের প্রাণ চাঞ্চল্যে ভরপুর ও আনন্দঘন পরিবেশ ছিল বেশ প্রশংসনীয়। অভিভাবকগন অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “সুইচ বাংলাদেশ কালচারাল এ্যাসোসিয়েশন” এর সম্মানিত সভাপতি জনাব রিয়াজুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক হোসাইন শাহাদাত, আনোয়ারুল ইসলাম জর্জ, শ্যামল খান, মাহবুবুর রহমান, নুরুল ইসলাম জর্জ, নজরুল জমাদ্দার, মীর বাদল, কদরত ইলাহী টুকু, নজরুল মোল্লা, পারভেজ ও বাপ্পি প্রমুখ।

[youtube KeEhlzUdFSk?modestbranding=1&rel=0 nolink]

অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফরহাদ, শাহাদাত, মাহবুব। তবলা বাদক আরিনুল হক ও  বেহালায় ফারহানা হক। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতের খাবার ভূনা খিচুরি,সেমাই, রসমালাই, রসগোল্লা, ছানাবড়া সহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজকগণ প্রতিবছর এমন ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *