• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সতর্ক বার্তা। জেনে নিন ইউরোপ থেকে প্রচারিত চ্যানেল আই ও এনটিভির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ গুলো।

ByLesar

Apr 11, 2014

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নামে শুরু করছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ফেসবুক আমাদের সবার কাছে অনেক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। এবং আমরা এখন এর মাধ্যমে অনেক শিক্ষণীয় বিষয়ে জ্ঞান অর্জন করা সহ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এর মাধ্যমে সম্পাদন করে থাকি। এর যেমন ভালো দিক রয়েছে তেমনি কিছু সংখ্যক অসাধু ব্যক্তি এর অপব্যবহার করে আমাদের নানা ভাবে বিভ্রান্ত করে থাকে। তার মধ্যে একটি হল, অনেকে ফেসবুকে নকল প্রোফাইল তৈরি করে ও তা দিয়ে নানা রকমের অপপ্রচার করে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও তারকাদের ভুয়া নাম দিয়ে নিজেদের একটি ফ্যান পেজ তৈরি করে তাদের হয়ে বিভিন্ন অপরাধ মূলক কাজ কর্ম করে যাচ্ছে। যেমন তারা ইউরোপ থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল এনটিভি ও চ্যানেল আই এর নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া ফ্যান পেজ তৈরি করে নিজেদের ব্যবসার প্রচারণা করে যাচ্ছে যা আদৌ এই চ্যানেল গুলোর সাথে কোন ভাবে জড়িত নয়। কাজেই আজকে আমরা এই চ্যানেল গুলোর কর্তিপক্ষের অনুরোধে তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুক ফ্যান ফেজ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো। যাতে করে আপনারা অরিজিনাল ও সঠিক পেজ থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

এন টিভির অফিসিয়াল ফ্যান পেজ এর লিঙ্ক https://www.facebook.com/NtvEuropeS852

চ্যানেল আই এর অফিসিয়াল ফ্যান পেজ এর লিঙ্ক  https://www.facebook.com/channelieurope.tv

আশা করি এখন থেকে আপনারা সঠিক পেজ থেকে সঠিক তথ্য গুলো পাবেন। ধন্যবাদান্তে আমিওপারি টিম ও চ্যানেল কর্তিপক্ষ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *