• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্যারিসে ভাড়া বাসা খুঁজে পাওয়ার সঠিক উপায় নিয়ে কিছু টিপস

প্যারিসে বাসা খুঁজে পাওয়াটা বিরাট ঝক্কির ব্যাপার। এমনকি স্বল্প আয়ের তরুণদের মাথা গোঁজার জন্য একটা পরিত্যক্ত চিলেকোঠা পাওয়াটাও যেন রীতিমতো ভাগ্যের ব্যাপার। হাস্যকর সব কাগজপত্র নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি করতে হয়। অ্যাপার্টমেন্টের অভাব সবখানেই। বিবেকহীন বাড়িওয়ালা বা ধান্দাবাজ বিভিন্ন প্রতিষ্ঠানের খপ্পরেও পড়তে পারেন আপনি। কাজেই সব মিলিয়ে বাড়ি খোঁজার ব্যাপারটা আপনার কাছে দুঃস্বপ্নের মতোই মনে হতে পারে। তবে ভয়ের কিছু নেই। সমাধান তো আছে অবশ্যই। সঠিক বাড়ি খুঁজে পেতে আপনার সুবিধার্থে আমরা কয়েকটি পরামর্শ বা টিপস দিচ্ছি। অনুসরণ করে দেখুন, কাজ হয় কি না।
দ্যালোকাল অবলম্বনে প্যারিসের বন্ধুদের জন্য ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে  ১০টি গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে প্যারিসে বাসা খুঁজে পেতে সাহায্য করবে।

টিপস ১- বিকল্প আবাসনঃ আপনি যদি সংক্ষিপ্ত সময়ের জন্য প্যারিসে যান, তাহলে হলবাড়ি খুঁজছেন না কেন? স্থানীয়ভাবে ‘ফয়-য়হ্’ নামে এসব হলবাড়িতে খুব সস্তায় রুম ভাড়া পাওয়া যায়। ফ্ল্যাটের চেয়ে খরচ কম পড়ে। ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবীরা প্যারিসের কেন্দ্রস্থলে এরকম হলবাড়ি খুঁজতে দেখুন এই ওয়েবসাইটটি (http://www.cljt.com/-Les-Foyers-)। বাসিন্দার বয়স সম্পর্কে কিছু কঠোর নিয়ম মেনে চলা হয় এসব বাড়িতে। আর অতিথি বা গেস্ট রাখার ব্যাপারটিও নিয়ন্ত্রিত। এ ব্যাপারে কড়া নজরদারি থাকে। তাই ফাঁকি দেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো ঘেঁটেও ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থার তথ্য পেতে পারেন।

টিপস ২- রুম ভাগাভাগি করতে শিখুন: আর্থিক সামর্থ্যরে সঙ্গে মিল রেখে ভালো রুম পাওয়ার জন্য আপনি আরেকজনের সঙ্গে ভাগাভাগি বা শেয়ার করে থাকতে পারেন। ছাত্রছাত্রীদের মধ্যে এ ধরনের শেয়ার করে বসবাসের বিষয়টি বেশ জনপ্রিয়। বাড়তি সুবিধা হিসেবে আপনি পাবেন ফরাসি একজন গ্যারান্টারের সম্মতিসূচক কাগজপত্র যোগাড় করার ঝামেলা থেকে মুক্তি। আপাখ্তাজেপোয়াএফএখ (www.appartager.fr) নামের একটি ওয়েবসাইট জানায়, ফ্রান্সে ২০১২ সালে রুম শেয়ার করার হার ১০ শতাংশ বেড়েছে। ফ্ল্যাট শেয়ার করে বসবাসকারী ৫৪ শতাংশ ছাত্রছাত্রী বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

টিপস ৩- পরিচিতি বাড়ান: আপনি কী জানেন তা যতটা গুরুত্বপূর্ণ, তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কাকে চেনেন। প্যারিসে প্রচুর ফ্ল্যাটবাড়ি ভাড়ার বিষয়টি ফেসবুকের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি চাইলে সেই সুযোগ নিতে পারেন। সরকারি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার চেয়ে বাড়িওয়ালারা ফেসবুকেই বিজ্ঞাপন দিতে পছন্দ করে। কারণ এতে তাঁরা পরিচিত বন্ধুবান্ধবদের মধ্য থেকেই ভাড়াটে খুঁজে বের করতে পারে। কাজেই আপনি প্যারিসে পা রেখেই স্থানীয় ফেসবুক বন্ধুদের সংখ্যা বাড়াতে থাকুন। কাজে লাগবে অবশ্যই। অ্যাপার্টমেন্ট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিন। বন্ধুরাই আপনাকে ভালো বাসার খোঁজ দেবে। আর ভালোবাসাতো পাবেনই। আরেকটি পরামর্শ হচ্ছে, ফেসবুক বা অন্য কোনো ওয়েবসাইটে বাড়ি ভাড়া সংক্রান্ত গ্র“পের সদস্য হয়ে যান।

টিপস ৪- ভুলে-ভুসেত্র্ মঁ গাহন্ত? (আপনি কি আমার গ্যারান্টার হবেন?): ফরাসি বাড়িওয়ালাদের সাধারণ চাহিদা হচ্ছে ভাড়াটে সম্পর্কের জন্য স্থানীয় একজন নাগরিকের নিশ্চয়তা বা গ্যারান্টি। কাগজপত্রে সই করে ওই নাগরিক হবেন আপনার গ্যারান্টার। প্যারিসে নবাগতদের জন্য এরকম গ্যরান্টার যোগাড় করা স্বভাবতই বেশ কঠিন। প্যারিসবাসী কোনো বন্ধু যদি আপনার থাকে, তাহলে আপনি এ ক্ষেত্রে রেহাই পাবেন গ্যারান্টার খোঁজার যন্ত্রণা থেকে। কারণ, অপরিচিত কেউ আপনাকে ভরসা করতে চাইবে না। আপনার যদি কোনো চাকরি হয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানই আপনার গ্যারান্টার হতে পারবে অনায়াসে। ছাত্র-ছাত্রী ও তরুণ পেশাজীবীদের জন্য গ্যারান্টার খুঁজে বের করার কাজটি কয়েকটি ব্যাংকও করে থাকে। তবে সে জন্য ইউরো গুনতে হবে আপনাকে।

টিপস ৫- লাল ফিতার দৌরাত্ম্য: ফ্রান্সেও এ সমস্যা আছে! আনুষ্ঠানিকতা রক্ষার জন্য হরেক রকমের কাগজপত্র আপনাকে সঙ্গে রাখতে হবে। বাড়ি খোঁজার ব্যাপারেও এই আনুষ্ঠানিকতার বিকল্প নেই। একটি বাড়ি দেখতে যেতে চাইলেও সঙ্গে রাখুন নিজের পাসপোর্ট-ভিসা ও অন্যান্য কাগজপত্র। বিল পরিশোধের সর্বশেষ তিনটি রসিদ, বেতনের পরিমাণ উল্লেখসহ চাকরির নিয়োগপত্র, গ্যারান্টারের সাক্ষরিত চিঠি, আগের বাসার বিল পরিশোধের রসিদ প্রভৃতি কাগজপত্র সঙ্গে থাকলে আপনি সহজেই বাসা ঠিক করতে পারবেন। ‘দোসিয়েহ্’ নামে পরিচিত এসব দলিল।

আজ এই পর্যন্তই আগামীতে বাকি ৫ টি টিপস নিয়ে হাজির হবো আপনাদের কাছে। আর একটি কথা আমরা ইউরোপের অভিজ্ঞ কিছু স্টুডেন্ট মিলে ফ্রি এই আমিওপারি ডট কম ব্লগটি পরিচালনা করছি যেখানে ইউরোপের প্রায় অনেক গুলো দেশের ভাই ও বন্ধুরা মিলে কাজ করে যাচ্ছি, যার প্রধান উদ্দেশ্য যারা ইউরোপে আসতে চান তাদের ইউরোপের সকল তথ্য দিয়ে সাহায্য করা বিশেষ করে স্টুডেন্ট দের জন্য রয়েছে অনেক গুরুত্ব পূর্ণ সব তথ্য, যাতে করে আপনারা দালালের হাত থেকে রক্ষা পেতে পারেন এবং আমাদের প্রধান লক্ষ্য পুরো ইউরোপ তাকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসা। আর এই আমিওপারি ডট কম সাইটটি হবে আমাদের আসল প্লাটফর্ম ( যেখানে সকল ট্রেন এসে জমা হয়), মানে এখানে ইউরোপের সব তথ্য এক সাথে পাওয়া যাবে, এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে আপনার পছন্দের ট্রেন ধরবেন। মানে এখানে ফ্রান্স, জার্মান, ইতালি সহ ইউরোপের সকল তথ্য বা ইউরোপের কোন দেশে কোথায় আমাদের বাঙ্গালীদের পরিচালিত বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো রয়েছে তার দিক নির্দেশ সম্পর্কে সকল তথ্য খুব সুন্দর ভাবে সাজানো থাকবে। যার মাধ্যমে আপনি ইউরোপে নতুন বা পুরাতন যাই হন-না কেনো আপনার ইউরোপে জীবন যাপন করতে কি ভাবে কি করলে ভালো হবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য ও তার সমাধান নিজে নিজেই খুঁজে নিতে পাড়বেন এখান থেকে, এবং একসময় আপনি নিজেও বলবেন যে এখন আমিওপারি। আর সেটাই হবে আমাদের সবচাইতে বড় পাওয়া। এবং আমাদের উদ্যোগ সম্পর্কে সবাইকে জানিয়ে তাদেরকেও তাদের সমস্যার সমাধান পেতে সাহায্য করুন। এবং আপনি নিজেও চাইলে ইউরোপে আপনার জানা প্রয়োজনীয় তথ্য গুলো আমাদের সাথে শেয়ার করার মাধ্যমে সবার উপকার করতে পারেন, আর এভাবে আমরা সবাই মিলে অল্প অল্প করে যার যা আছে তা নিয়ে এগিয়ে আসলে খুব দ্রুত পুরো ইউরোপটাকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো ইনশাহআল্লাহ্‌। এবং এতে করে আমরা ইউরোপে বড় একটি শক্তিশালী বাংলাদেশী কমুউনিটি তৈরি করতে পারবো, যাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বড় কিছু একটা করে যেতে পারবো যাতে তারা আমাদের করে যাওয়া পথে কাজ করে তারা বাংলাদেশের সুনাম বয়ে আনতে পাবে। মনে রাখবেন আপনার দ্বারা কেউ একজন উপকার পেলে একসময় আপনিও তার দ্বারা উপকার পেতে পারেন। তাই নতুন কিছু শিখে থাকলে বা জেনে থাকলে নিজের মধ্যে লুকায়ে না রেখে সবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *