ফ্রান্স সহ সমগ্র ইউরোপের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন ( আয়েবা) র সন্মানিত যুগ্ম মহাসচীব জনাব শহীদুল ইসলাম মানিক আজ ২০শে নভেম্বর সন্ধ্যা সাতটায় প্যারিসস্থ জর্জ পম্পিডো হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। প্যারিসের জনপ্রিয় এই কমিউনিটি ব্যাক্তিত্ব বাংলা স্কুল, প্যারিস সহ অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা। বরেন্য এই কমিউনিটি ব্যাক্তিত্বের মৃত্যুতে ফ্রান্স সহ সমগ্র ইউরোপে নেমে এসেছে শোকের ছায়া। আয়েবার প্রতিষ্ঠাতা সদস্য জনাব শহীদুল ইসলাম মানিকের মৃত্যুতে তাৎখনিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন চ্যানেল এস এর সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদুস সামাদ চৌধুরী জেপি, আল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন ( আয়েবা) র সন্মানিত সভাপতি ইন্জি. ডঃ জয়নুল আবেদীন, আল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন ( আয়েবা) র সন্মানিত মহাসচীব জনাব কাজী এনায়েত উল্লাহ, সহ সভাপতি জনাব আহমেদ ফিরোজ, জনাব ফখরুল আকম সেলিম, জনাব রানা তসলিম উদ্দিন, কোষাদক্ষ্য জনাব মুহিবুর রহমান প্রমুখ। বাংলাদেশের ফেনী জেলার এই বরেন্য এই কমিউনিটি ব্যাক্তিত্ব মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে আমিওপারি পরিবার গভীরভাবে শোকাহত, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।
ফ্রান্স সহ সমগ্র ইউরোপের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি শহীদুল ইসলাম মানিক আজ ২০শে নভেম্বর সন্ধ্যা সাতটায় ইন্তেকাল করেছেন।
ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছরের পরিবর্তে ১৫ বছরে বৃদ্ধি।
প্যারিসের প্লাস ডলা রিপাবলিক এ ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত।
ফ্রান্সের আঙ্গুর চাষ প্রকল্পে বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা
ফ্রান্সে আশ্রয়প্রার্থীদের আবেদন যত দ্রুত সম্ভব সুরাহা করতে নতুন পদক্ষেপ নিবে সরকার
আর দেরি নয়,খুব দ্রুত পরিবর্তন চায় ফ্রান্সের মানুষ
শোক সংবাদ, ফ্রান্সে এক প্রবাসী বাঙ্গালী দীর্ঘদিন বেকারত্বের কারনে হতাশায় ভুগে আত্নাহুতি।