• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্রান্স প্রবাসীদের জন্য।

ByLesar

Nov 10, 2013

আগামী ১২ই ডিসেম্বর ফান্সে চালু হতে যাচ্ছে বাংলাদেশ স্বনামধন্য ব্যাংক। ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্রাক সাজান এর ফ্রান্স শাখা। সেই নিমিত্তে ব্রাক সাজান ফ্রান্স শাখার শূন্য পদে একজন কমার্শিয়াল অফিসার ও একজন পাবলিক রিলেশন অফিসার আবশ্যক। প্রার্থীরা আগামী ২০ নভেম্বরের মধ্যে নিন্ম ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনকারীর যোগ্যতাঃ

  • ফ্রান্স ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ফ্রান্সের বৈধ কাগজ থাকতে হবে।
  • XL সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
  • পাবলিক রিলেশন অফিসারকে অবশ্যই মানি ত্রান্সফার কোম্পানিতে কমপক্ষে ছয় মাসের কর্মধক্ষতা থাকতে হবে।
  • কমার্শিয়াল অফিসারের কমপক্ষে দুই বছরের কর্মধক্ষতা থাকতে হবে।

যোগাযোগঃ

ফ্রাঙ্কো জি এস এম

16 Rue des deux gared, Paris 75010

Tel:  01 42 23 41 58

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *