প্রিয় আমিওপারি ডটকম পাঠকগন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন ইতালি থেকে পরিচালিত একমাত্র এই সাইটতিই পারে আপনাদের ইতালিয়ান সব নতুন নতুন নিউজ দিতে,এর আগে এর মতো করে অন্য কেউ আপনাদের এভাবে প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেনি তাই আমাদের চেষ্টা সব সময় আপনাদের পাশে থাকা। আর আমাদের সাইট ভালো করার প্রধান কারন কিন্তু আপনারা। এখানে আমাদের কোন কৃতিত্ব নেই, আমরা মাত্র এটিকে তৈরি করেছি, কিন্তু এটাকে চালিয়ে নিচ্ছেন সম্পূর্ণ আপনারা। কেননা আমাদের ব্লগে সবাই পারে তার লেখা প্রকাশ করতে আর এভাবে আমাদের এখন অনেক পাঠক রয়েছে যারা এখন আমাদের ব্লগের লেখক হয়ে নিয়মিত তারদের এলাকার খবর ও তার নিজের ভিতর প্রতিভা লিখে প্রকাশ করছে,যা আপনারা পাঠ করছেন, তাহলে কি দাঁড়ালো এখানে আপনি,আমি ও আমরা সবাই কিন্তু এর অংশীদারি, যদি আমরা ভালো কিছু করতে পারি সেটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এক অসাধারণ নিউজ যা আমাদের সবার জেনে রাখা ভালো কারন কোনো না কোনো একসময় আপনার কাজে লাগতেও পারে। আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে জানব তা হল ইতালিয়ান কমুনে থেকে নতুন একটি পাবলিক ব্যবহার উপযোগী গাড়ির সার্ভিস চালু করেছে, যার নাম Car Sharing । আসুন এবার আমরা জানব এই Car Sharing কি এবং এটি কিভাবে কাজ করে।
Car Sharing কি ?
আমাদের অনেকেরই ইতালির ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিন্তু গাড়ি নেই, বা অনেকের লাইসেন্স ও রয়েছে এবং গারিও রয়েছে কিন্তু রাস্তায় পারকিং এর জন্য বের হননা বা আপনার কিছু সময়ের জন্য একটি গাড়ি প্রয়োজন কারন আপনি একটি জিনিস ক্রয় করেছেন তা গাড়ি ছাড়া আপনার বাসায় নেয়া অসম্ভব ইত্যাদি আরো অনেক সমস্যার সমাধান দেওয়ার জন্য বের করা হয়েছে এই Car Sharing । মানে এটি আপনি আপনার প্রয়োজনে যখন খুশি তখন এবং যত সময়ের জন্য প্রয়োজন ততো সময়ের জন্য ভাড়া নিতে পাড়বেন। এবং এই গাড়ির জন্য প্রতিটি এলাকায় রয়েছে আলাদা নিজস্ব রিজার্ভ পারকিং ব্যবস্তা, যার কারনে আপনি এই গাড়ি নিয়ে কখনো পারকিং এর সমস্যায় পড়বেন না এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এটি আপনার বাসার কাছের পারকিং থেকে ভাড়া নিয়ে আপনার দুরের বন্ধুর বাসার কাছের পারকিং এ গাড়িটি রিলিজ করে দিলেন, মানে আপনি যত কিলোমিটার চালিয়েছেন ঠিক ততো কিলোমিটারের টাকা পে করবেন তাও আবার সেলফ সার্ভিস, মানে গাড়িটি আপনার বাসার কাছ থেকে ভাড়া নিবেন আপনি নিজেই এবং আপনার গন্তব্বে পৌঁছানোর পর গাড়িটিকে তার নিজস্ব পারকিং প্লেসে রেখে দিবেন এটাও আপনি নিজেই,বাস আপনার কাজ শেষ,এরকম আরো অনেক সুবিধা রয়েছে এই গাড়িতে। আর এটিই হল Car Sharing । যার মানে হচ্ছে গাড়ি শেয়ার করা তাও আবার গাড়ি ক্রয় না করেও গাড়ির মজা উপভোগ করা।
ইতালিতে কোথায় পাওয়া যাবে এই গাড়িটি?
এই মুহূর্তে ইতালির মোট ১২ টি নগরীতে এই গাড়ির সার্ভিস দেওয়া হচ্ছে তবে ধিরে ধিরে এটি পুরো ইতালির সব জায়গায় ছড়িয়ে পড়বে বলে আশা করছেন ইতালির কমুনে গুলো।
এটি ভাড়া নিতে কিভাবে কি করতে হবে?
এটি ইতালির সরকারি বাস সার্ভিস কোম্পানি অ্যাটাক এর প্রোগ্রাম দ্বারা পরিচালিত।এই গাড়িটি ভাড়া নেওয়ার জন্য আপনাকে Atac এর অনলাইন সাইট http://www.carsharing.roma.it/ তে রেজিস্ত্রেসন করতে হবে। রেজিস্ত্রেসন করা হলে আপনার বাসায় আপনার নামে একটি স্মার্ট কার্ড পাঠানো হবে অনেকটা ব্যাংক এর কার্ড এর মতো। এবং এই কার্ড টির জন্য আপনাকে প্রতি বছর ১০০ ইউরো পে করতে হবে। আর এই কার্ড দিয়েই আপনি Car Sharing এর যে কোন গাড়ি যে কোন জায়গা থেকে পিক আপ করতে পাড়বেন। এবং যে পরিমান খরচ করবেন তা কার্ড এর ভিতর জমা হয়ে থাকবে এবং পরে এক কালিন অনলাইনে বা এর সার্ভিস সেন্টারে গিয়ে পে করতে পাড়বেন। তবে গাড়িটি নেওয়ার জন্য অবশ্যয় আপনাকে ফোন করে বুকিং দিয়ে নিতে হবে। যেমন আপনি আজ আপনার বাসার সামনে থেকে এদের একটি গাড়ি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ওদের ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে ঐ খানে কোন গাড়ি আছে কিনা? বা অন্য কোথায় এই মুহূর্তে গাড়ি পাওয়া যাবে।
কিরকম খরচ হতে পারে?
আগেই বলেছি এর জন্য একটি স্মার্ট কার্ড লাগবে যার বাৎসরিক মূল্য ১০০ ইউরো এটি আপনার কার্ড এর জন্য দিতে হবে এবার আপনি গাড়ি ব্যবহার করুন বা নাই করুন। আর প্রতি ঘণ্টা এই গাড়ির জন্য আপনাকে পে করতে হবে দিনের বেলা ১,৮০ ইউরো সেন্ট ও রাতের বেলা ৯০ সেন্ট করে এবং সাথে প্রতি কিলোমিটারের জন্য ৩০ সেন্ট করে পে করতে হবে। এতে রয়েছে আরো অনেক অনেক সুবিধা যা আপনাদেরকে লিখে বলে শেষ করা যাবেনা। এটি কিভাবে কাজ করে তার বিস্তারিত দিয়ে নিচে কিছু ভিডিও দেওয়া হল সেগুল দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন।
ভিডিওঃ
[youtube Ca9IqcCem2o?modestbranding=1&rel=0 nolink]
এটাও দেখুনঃ
[youtube RR8k0ucUKX4?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।