• u. Nov ৩০, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

দৃষ্টি আকর্ষণ ?> সতর্ক বার্তা ?> Be Careful….

ByLesar

Dec 19, 2012

60561_458700797499938_1951963714_n

আপনাদের যারা ইতালীতে গাড়ী বা মোটরবাইক চালান তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইতালীর আইন অনুযায়ী ইতালিতে নিজস্ব যানবাহন চালাতে আপনাকে অবশ্যই বীমা (insurance) বা ইতালীয়ান ভাষায় বলে আসসিকুরাসিওনে(assicurazione)  করিয়ে গাড়ী রাস্তায় নামাতে হয়। এবং এটি হয়ে থাকে ৬ মাস বা ১ বছরের এবং প্রতি ৬ মাস বা ১ বছর অন্তরান্তর নবায়ন করাতে হয়। এই নবায়নের ক্ষেত্রে আমরা অনেকেই জানি বীমা কোম্পানি গুলো নবায়নের মেয়াদ শেষ হওয়ার পরেও বাড়তি ১৫ দিনের সময় দিয়ে থাকে নবায়ন করার জন্য,এর মানে এই দাঁড়ালো যে আপনার বীমার সময় শেষ কিন্তু আপনি আরো ১৫ দিন গাড়ী চালাতে পারবেন এবং এই ১৫ দিনের মধ্যে আপনাকে আবার পুনরায় বীমা নবায়ন করিয়ে নিতে হবে, যদি আপনি নবায়ন করাতে চান অন্যথায় এই ১৫ দিন ফ্রি গাড়ী চালিয়ে নিলেন।এটি ছিল এতদিনের নিয়ম যা আমরা যেনে এসেছি। কিন্তু ১লা জানুয়ারী ২০১৩ থেকে এই আইন পরিবর্তন করা হয়েছে। ১লা জানুয়ারী ২০১৩ থেকে বীমা কোম্পানি গুলো আপনাকে আর ১৫ দিনের রেকভারি করার টাইম দিবে না।আপনার যে দিন বীমা শেষ তার আগেই আপনাকে নবায়ন করিয়ে নিতে হবে, অন্যথায় আপনাকে এই আইন অনুযায়ী ৭৯৮,০০ ইউরো ফাইন সহ আপনার যানবাহন জব্ধ করা হবে। ধন্যবাদ সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “দৃষ্টি আকর্ষণ ?> সতর্ক বার্তা ?> Be Careful….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *