আসসালামুয়ালাইকুম।সবাই কেমন আছেন? আজকের আমার টিউন ইতালিতে নতুন অথবা পুরানো ভাই বোনদের জন্য !! জানা ও অজানা এক তথ্য।আসলে আমরা অনেক বছর যাবত ইতালিতে আছি। এখন ও অনেক কিছুি জানিনা ইতালির নিয়ম নিতি সম্পর্কে।জানার ইচ্ছা ও নাই।আর কেউ জানলে কাউকে জানাতে ইচ্ছুক না।আসুন জেনে নিন età inferiore a 3 anni এক কথাই আমাদের বাচ্চার বয়স তিন বছরের নিচে যাদের আছে। সবাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।তবে হ্যা অবশ্যই আপনাকে এটাও জানতে হবে আপনর বাচ্চা ইতালিতে জম্ম গ্রহন করেছে নাকি।যারা ইতালি জম্ম গ্রহন করা বাচ্চা তাদের জন্য এই সুযোগ।আরেকটা কথা আপনার (avere un ISEE (Indicatore della situazione economica equivalente), in corso di validità, inferiore a 6.781,76 ইউরোর ভিতর হতে হবে। আপনি কি ভাবে domanda করবেন?
প্রথমে অন লাইন থেকে এই modello টা download করে নিবেন।
আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম http://www.mef.gov.it/carta_acquisti/documenti/Mod_CA-varanag3.pdf
তার পর সঠিক ভাবে পূরন করবেন।করার পর সরা সরি post office গিয়ে জমা দিবেন।আর আপনি কি কি বাজার অথবা কি বিল পেমেন্ট করতে পারবেন এই কার্ড দিয়ে?
এখানে সবই তথ্য দেওয়া আছে। http://www.mef.gov.it/carta_acquisti
যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্ঠিতে দেখবেন।
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।