• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অ্যামেরিকার বৈশাখী মেলাতেও ইতালির মতো বিশৃঙ্খলা

ByLesar

May 2, 2013

বাংলাদেশের সামাজিক জীবনের পালাপার্বনে নববর্ষ উদযাপন এক ঐতিয্য। বৈশাখের প্রথম থেকে শেষ পর্য়ন্ত চলে নানা আয়োজন। প্রান উচ্ছলতায় বাঙ্গালী মেতে উঠে বর্ষবরনের উৎসবের। আর এখানে প্রবাসী বাঙ্গালীরাও বাংলাদেশের বৈশাখী উৎসবের আমেজ পেতে আয়োজন করে বৈশাখী মেলার। এরকমই প্রবাসে আয়োজিত এক বৈশাখী মেলা। তবে ইতালির মতো নিউইয়র্কে বৈশাখী মেলাতেও হয়েছিল বিশৃঙ্খল অবস্তা।

প্রবাসীদের প্রচণ্ড ক্ষোভের মুখে বিব্রত হয়ে বৈশাখী মেলামঞ্চ ত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। একপর্যায়ে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে নিউইয়র্কের পুলিশ। ২৮ এপ্রিল সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) এ পরিস্থিতির সৃষ্টি হয় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে হাজারো প্রবাসীর জমজমাট এ মেলার শেষ দিকে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের অলস্টিড এভিনিউতে এ মেলা শেষ হয়। এর ঠিক ১৫ মিনিট আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সঙ্গে মেলামঞ্চে ওঠেন আবদুস সোবহান গোলাপ। তখন গান চলছিল প্রবাসের জনপ্রিয় গণসঙ্গীত শিল্পী শাহ মাহবুবের। সবাই মাতোয়ারা তার গানে। হঠাত্ করে গান থামিয়ে ঘোষণা করা হলো যে আবদুস সোবহান গোলাপ বক্তব্য রাখবেন। তিনি ছিলেন এ মেলার প্রধান অতিথি। কিন্তু উপস্থিত প্রবাসীরা শেষ মুহূর্তে এটি কামনা করেননি। এছাড়া মঞ্চের কাছে ছিলেন বিএনপির বিপুলসংখ্যক সমর্থক। তারাও গানে মাতোয়ারা প্রবাসীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান ধরেন, ‘দলবাজি আর বক্তৃতাবাজি চলবে না বৈশাখী মেলায়’, ‘বাংলাদেশের রাজনীতি চলবে না বৈশাখী মেলায়’।

 যাইহোক মেলা ইতালিতেই বা অ্যামেরিকা প্রবাসের মাটিতে আমরা এমনিতেই অনেক কিছু থেকে বঞ্চিত, তাই এই বৈশাখী উৎসবের জন্য একটি বছর অপেক্ষার পর পাই এই মেলা। আর এই  মেলার মধ্যে এরকম পরিস্থিতি সৃষ্টিকারীরা সমাজের জন্য খুবী কলঙ্কনিও।

নিচে যুক্তরাষ্ট্রে বাঙ্গালীদের বৈশাখী মেলা নিয়ে একটি ভিডিও দেওয়া হোল।

[youtube -eZ3VQi6gZM?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *