• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আপডেট নিউজ:সিরিয়ার মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের অত্যধুনিক যুদ্ধ বিমান বিদ্ধস্ত!!!

ByImran ahmed

Sep 4, 2013

মার্কিন সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ওকলাহোমা নিউজপেপার পোস্টে প্রকাশিত এক খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-২২ র‌্যাপটর যুদ্ধবিমান জর্ডানের উত্তরাংশে বিধ্বস্ত হয়েছে। সামরিক সূত্রটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সম্ভবত সিরিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত মিসাইলের আঘাতে সিরীয় সীমান্তে এ বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞ জন ব্লু রিড জানিয়েছেন, এফ-২২ র‌্যাপটর বিমানের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে সিরিয়ার কাছে এস-৩০০ ও এস-৪০০ এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল রয়েছে। তিনি আরও জানিয়েছেন, যদি এ কথা প্রমাণিত হয় যে, রাশিয়া সিরিয়াকে এস-৪০০ এর মতো অত্যাধুনিক মিসাইল সিস্টেম সরবরাহ করেছে তাহলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে। সূত্র : http:/www.liveleak.com/view?i=7f4_1377959586

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমসে প্রকাশিত এক খবরে জানা গেছে, সিরিয়ান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কমপক্ষে চারটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে।

সূত্রমতে, সিরিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির-এস ১ থেকে নিক্ষপ্তি মিসাইলের আঘাতে এই চারটি টমাহক ক্রুজ মিসাইল ধ্বংস হয়। ওয়াশিংটনের সূত্রটি জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে এই চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। সূত্রটি আরও নিশ্চিত করেছে যে, এফ-২২ র‌্যাপটর বিমান ও চারটি টমাহক ক্রুজ মিসাইল ধ্বংস হওয়ার কারণেই মূলত যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানো স্থগিত করে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *