• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কনের দাবি তার সাথে তার দুই বান্ধবীকেও বিয়ে করতে হবে বরকে।

Byadilzaman

Apr 23, 2013

 

অবিশ্বাস্য হলেও সত্যি। নারীরা সব কিছুর ভাগ দিলেও স্বামীর ভাগকাউকে দিতে চান না। পুরনো এ বিশ্বাস ঝেড়ে ফেললেন সৌদি আরবের এক স্কুল শিক্ষিকা। হবু বরকে শর্ত দিয়ে দিলেন তাকে বিয়ে করতে হলে শুধু তাকে নয়, সঙ্গে তার দুই বান্ধবীকেও বিয়ে করতে হবে। তাও বাকিতে বিশ্বাসী নয় ব্যতিক্রমি ওই শিক্ষিকা। এক সঙ্গে তিনজনকে কবুল বলতে হবে-বরকে এমন শর্তপূরণ সাপেক্ষে বিয়েতে রাজি হয়েছেন তিনি।

সৌদি আরবের আল ইয়াওম পত্রিকার উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ জানিয়েছে, শিক্ষিকা ওই কনেকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন একজন বর। তিনিও রাজি তাকে বিয়ে করতে। তবে একটি মাত্র শর্ত দিয়েছেন তিনি।তা হচ্ছে তার দুই বান্ধবীকে একই সময়ে একই স্থানে বিয়ে করতে হবে হবু বরকে। এমন শর্ত শুনে বরের চোখ উঠেছে কপালে। তবে শেষ পর্যন্ত কনের সন্ধানদাতা ও আত্মীয়-স্বজনদের চাপে তিনজনকে বিয়ে করতে রাজি হয়েছেন তিনি। চুক্তিমতো একই ভবনে তিনটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ওই বর। তিনটিতে তিন স্ত্রী আলাদা আলাদা থাকবেন।সৌদি আরব ও ইসলামী আইনে একজন পুরুষ চারটি বিয়ে করতে পারেন। তবে এজন্য কঠিনভাবে সমতা রক্ষা ও তাদের সব ধরনের চাহিদা মেটানোর সামর্থ্য তার থাকতে হবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *