• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ভেনিসে বৈশাখী মেলা ১৪২০ উপলক্ষে আসছে ১২ মে সাংস্কৃতিক অনুষ্ঠান

ByLesar

May 1, 2013

 

ইতালির ভেনিসে বৈশাখী মেলা ১৪২০ উপলক্ষে আসছে ১২ মে রোজ বরিবার, সকাল ১০.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।

অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ থেকে আগত কণ্ঠ শিল্পীঃ

আশরাফ বাবু (অরবিট ব্যান্ড)

নিশিতা বড়ুয়া (ক্লোজাপ ওয়ান)

ও স্থানীও শিল্পীঃ হাসান রানা,প্রিয়া, কৃষা, পলক, মানসী পাল, বাদল মন্দল ও চুন্নু।

সভাপতিঃ জনাব মোহাম্মদ আলী (বাংলাদেশ এসোসিয়েশন,ভেনিস)

সভা পরিচালনাঃ জনাব কাজী আব্দুর রাজ্জাক ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন,ভেনিস)

উপস্থাপনায়ঃ নাসির উদ্দিন কিশোর ও চমক রাহমান

আয়জনেঃ বাংলাদেশ এসোসিয়েশন, ভেনিস।

স্থানঃ সেন্ত্রো সোসাল,ভিয়া ফ্রাতেল্লি বান্দিয়েরা ৪৫,

মারঘেরা, ভেনিস।

প্রবেশ ফি/ শুভেচ্ছা মুল্লঃ ৫ ইউরো।

প্রবাসের মাটিতে আপনার,আমার ও আমাদের দ্বারা আয়োজিত সকল ধরনের সাংস্কৃতিক,রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান যেমনঃ মেলা,গান,খেলা-ধুলা,মিটিং,পিকনিক ও আলোচনা সভা সহ ইত্যাদি সকল অনুষ্ঠানের বিজ্ঞাপন দিতে  ” এখানে ক্লিক করুণ ”।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *