আমার সাধ না মিটিলো , আশা না পুরিলো :
জানিনা এই গানটির গীতিকার কার কথা মনে করেছিলেন গানটি লেখার সময়। কিংবা গানটি গাওয়ার সময় গায়কের কারও কথা মনে পড়েছিল কি না। কিন্তু আমার কেবলই মনে হয় এই গানটি কোন হারিয়ে যাওয়া মায়ের উদ্দেশ্যে তার সন্তানের লেখা। যে মা চিরদিনের জন্যে হারিয়ে গেছে, যে মাকে হারিয়ে সেই সন্তান বুকের ভিতর হাহাকারের গভীর ক্ষত নিয়ে বেঁচে আছে, সেই মায়ের উদ্দেশ্যে সন্তানের অন্তরের নিবেদন গানের এই দুটি লাইন ছাড়া আর কিছুই হতে পারেনা। মাগো, এই দুটি লাইন মনে পড়ার সাথে সাথে আমার বুকের ভিতরে দমিয়ে রাখা কান্নাগুলো বাঁধভাঙা স্রোতের ন্যায় চোখের পানিতে বেরিয়ে আসে। মাগো, আমি বুঝে গেছি এ আমার সারা জীবনের কান্না। আমি যতদিন বেঁচে থাকবো তোমার উদ্দেশ্যে আমার অন্তরের আরাধনা হয়ে থাকবে এই দুটি লাইন। মাগো, তুমি জীবিত থাকতে তোমাকে নিয়ে বিধাতার দরবারে আমার অন্তরের আরাধনা প্রকাশ পেয়েছে ভিন্নভাবে। আজ তুমি নেই। বিধাতার দরবারে আমার একটাই আরজি। বড় সাধ জাগে মাকে আর একবার দেখতে। কতদিন দেখিনা মাকে! আর এই গানটি গেয়েছেন গ্রীক শিল্পীর কন্ঠে. এক বিদেশী শিল্পী যা সত্যিই প্রশংসনীয়। তাই এই শিল্পীকে জানাই আমাদের সাইট এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন । বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube _DhOCKpZUuc?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]