অফিস ফর ন্যাশনাল ষ্ট্যাটিষ্টিকস (ওএনএস) ব্রিটেনের ২০১১ সালের আদমশুমারির প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত রির্পোট অনুযায়ী, ব্রিটেনে গত দশ বছরে বাংলাদেশি ইমিগ্রান্টদের সংখ্যা বেড়েছে ৫৯ হাজার।
তবে ইমিগ্র্যান্ট জনগোষ্টির দিক থেকে বাংলাদেশিদের অবস্থান এক ধাপ নেমেছে। এদিকে আদমশুমারির ফলাফল অনুযায়ি, টাওয়ার হ্যামলেটস বারায় বাঙালির সংখ্যাগুরু অধিবাসি। এই বারায় তাদের মোট সংখ্যা আদমশুমারির মাধ্যমে প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায় য়ে, লন্ডনে শ্বেতাঙ্গ ব্রিটিশদের সংখ্যা এই প্রথম মোট জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে গেছে। পরিসংখ্যান দেখা গেছে, ব্রিটেনে গত ৮ বছরে ইমিগ্রেন্টদেও সংখ্যা বেড়েছে প্রায় পৌণে দুই মিলিয়ন। এছাড়াও উচ্চ জম্মহারের জন্য আরো প্রায় ৭ লাখ জনসংখ্যা বেড়েছে একই সময়ে। শতকরা হিসেবে ৮ বছরে মাইনোরিটি জনসংখ্যা বেড়েছে ৩৭ ভাগ।
২০১১ মার্চে অনুষ্টিত ওই আদমশুমারির প্রতিবেদন দেখা যায়, ইংল্যান্ড ও ওয়েলসে বাংলাদেশি মাইগ্র্যান্টদের সংখ্যা দুই লাখ ১২ হাজার। ১০ বছর আগে এ সংখ্যা ছিলো এক লাখ ৫৩ হাজার। তবে তালিকায় সবার উপরে আছে ভারত। ভারত অভিবাসীর সংখ্যা ছয় লাখ ৯৪ হাজার।
এরপর রয়েছে যথাক্রমে পোলান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও জার্মানী। আদমশুমারির তথ্য অনুযায়ি, লন্ডনের নাগরিকদের মধ্যে ব্রিটিশ শ্বেতাঙ্গের সংখ্যা এখন ৪৪ দশমিক ৯ শতাংশ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]