• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইনোসেন্স অব মুসলিমস’ নির্মাণে অংশ নেওয়ার অভিযোগে সাত জনের মৃত্যুদণ্ড

Byadilzaman

Nov 29, 2012

গত সেপ্টেম্বর মাসে  মুহাম্মদ (সা.)কে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র  ‘ইনোসেন্স অব মুসলিমস’ নির্মাণে অংশ নেওয়ার অভিযোগে মিসরের কায়রোর একটি আদালত সাত মিসরীয় খ্রিষ্টানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে সাজাপ্রাপ্তকে কেউই মিসরে আটক নেই। তাদের অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।

‘ইনোসেন্স অব মুসলিমস এর পরিচালক মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নকুলা বাসেলিকেও এ দণ্ডাদেশের আওতায় আনা হয়েছে। বাসেলি বর্তমানে লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে এক বছরের সাজা খাটছেন।

উক্ত আদালতের বিচারক সাইফ আল নসর সোলিমান বলেন, ‘অভিযুক্ত সাত মিসরীয়কে ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.)কে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্রে অর্থায়ন ও অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলো।’

গত সেপ্টেম্বর মাসে এ চলচ্চিত্রের ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হলে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।এর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ থেকে ইউটিউব নিষিদ্ধ করেছে সরকার।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *