• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রবাসীদের অবহেলা করবেন না।

Bydewan chowdhury

Mar 21, 2016

দেওয়ান বজলুঃ গত ১৫ ই মার্চ হবিগঞ্জে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অষ্ট্রেলিয়া থেকে আগত প্রবাসীদের এক সৌজন্য মিলন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রবাসী দের বিভিন্ন দাবী দাওয়া ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। সভায় বাংলাদেশে অবস্থানরত সিলেট অন্চলের প্রবাসীদের পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় প্রবাকস সেক্রেটারি দেওয়ান বজলু প্রবাসীদের পক্ষে হবিগন্জ সহ বৃহত্তর সিলেটে সরকার ঘোষিত যে সকল ইকনমিক্ জোন তৈরী হয়েছে তাতে প্রবাসীদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানান, তিনি এ সকল বিষয়ে প্রবাসীদের অবহেলা না করতে সরকার সহ সকলের প্রতি অনুরোধ রাখেন। অনুষ্ঠানে প্রধাণ অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ড: মুশফিক হোসেন চৌধুরী ও কয়েক বারের নির্বাচিত প্রাক্তন হবিগঞ্জ পৌরসভা চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামিলীগ নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান টির সার্বিক আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসীদের বন্ধু জনাব আব্দুর রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *