• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীর বর্তমান অর্থনৈতিক মন্দার হাত থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা ও প্রসারিত করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুণ।

ByLesar

Dec 27, 2012

apnar-bebsa-prosarito

আমাদের অনেকেই ইতালীতে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠায় জ্বরিত কিন্তু বর্তমান বিশ্ব মন্দার কারণে অনেকেই তাদের ব্যবসায় তেমন সুফল বয়ে আনতে ব্যর্থ হচ্ছেন। এর কারন গুলোর মধ্যে রয়েছে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বিস্তার ভাবে প্রসারিত করতে ব্যর্থ হচ্ছেন। আপনি যত ভালো সেবাই দেন না কেন? আপনার সেবা সম্পর্কে অন্নেরা  না জানলে আপনি তেমন ফল পাবেন না । বর্তমান যুগ টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ আর এই প্রযুক্তির সাথে তালে তাল মিলিয়ে এর সাথে সাথে যদি আপনিও আপনার প্রতিষ্ঠানকে সংযুক্ত না করেন, তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন। বর্তমান প্রযুক্তির যুগে এখন সবাই ঘড়ে বসে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছে বিশ্ব থেকে শুরু করে সব কিছুর খবরাখবর। কাজেই আমাদের সবার উচিত এই প্রযুক্তির সাথে তালে তাল মিলিয়ে চলা, আর এর জন্য আপনার প্রয়োজন নিজের প্রতিষ্ঠানের নামে একটি ওয়েবসাইট তৈরি করা যা আপনার ব্যবসা সম্পর্কে সবাইকে জানাতে সাহায্য করবে, যার মাধ্যমে ইতালি থেকে শুরু করে সম্পূর্ণ বিশ্বের সবাই ঘড়ে বসে জানতে পারবে আপনার প্রতিষ্ঠান ও সেবা সম্পর্কে আর এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠান দিন দিন সবার কাছে জনপ্রিয়টা লাভ করবে আর আপনি হবেন লাভবান। আর যাদের আগে থেকেই ওয়েবসাইট রয়েছে তারা আমাদের মাধ্যমে জানতে পাড়বেন আপনার ওয়েবসাইটটির সুন্দরভাবে পরিচালনা করার টিপস সহ কিভাবে আপনার প্রতিষ্ঠানের আয় দীগুণ করা যায় তার তথ্য। তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুণ। উল্লেখ্যঃ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি , গ্রাফিক্স ডিজাইন সহ ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ক্রেতা বৃদ্ধি ও কম্পিউটারের যে কোন সমস্যার সমাধান দিয়ে থাকি।

আমাদের কাছে আপনার বিস্তারিত লিখে যোগাযোগ করতে এখানে ক্লিক করুণ।

আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ এর ঠিকানা।

Via Pietro Rovetti 15,

00177,Roma

Tel:  3381408917 (wind)

 

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *