বাংলাদেশের সাথে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সমঝোতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে প্রাধান্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত স্থানীয় নাগরিকদের সাথে একই দেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান রাখতে কাজ করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”, যা একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।
জাতিসংঘের মানবাধিকার সনদের প্রতি “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন” একাত্মতা প্রকাশ করে এবং বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সাথে সহযোগিতামূলক মনোভাব পোষন করে। এই এসোসিয়েশন তার নিজস্ব কার্যক্রম পালনের মধ্য দিয়ে নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ন, গোত্র, ভাষা, রাজনৈতিক মতামত এবং ব্যক্তিগত ও সামাজিক অবস্থানের উর্ধ্বে উঠে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিকাশে অবদান রাখবে।
বাংলাদেশ ও ইউরোপের যে কোন দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্পকলা ও সামাজিক কর্মকান্ড খাতে আদান-প্রদান ও বিনিময় কর্মসূচীকে উৎসাহ প্রদান করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
তাছাড়া বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচিত প্রতিষ্ঠান, পেশাদার বিভিন্ন এসোসিয়েশন, সরকারী প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিশ্ববিদ্যালয়, গবেষনা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান তথা বাংলাদেশ ও ইউরোপের যে কোন দেশের উপরোক্ত বিভিন্ন সংগঠন, সংস্থা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতামূলক বিভিন্ন চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নে এবং বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে এই এসোসিয়েশন। একইসাথে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার কারিগরী, বৈজ্ঞানিক, অর্থনৈতিক, বানিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদারে তাগিদ দেবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
সদস্যদের মাঝে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও বাস্তবতা সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে অগ্রনী ভূমিকা পালন করবে এই এসোসিয়েশন।
বাংলাদেশী ইমিগ্রান্ট ও শরনার্থীরা ইউরোপে অবস্থান করেও যাতে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে পারে, সেজন্য ব্যাপক কর্মসূচী ইউরোপ জুড়ে বিস্তৃত করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
সদস্যদের জন্য ইউরোপের বিভিন্ন দেশে বিনোদনমূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে এই এসোসিয়েশন।
অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচী যেমন সভা, সেমিনার, শিক্ষামূলক সমাবেশ, বিতর্ক প্রতিযোগিতা, কনফারেন্স, গবেষনা কার্যক্রম, পুরস্কার প্রদান, প্রতিযোগিতা আয়োজন, নাটক মঞ্চায়ন, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, ফকলরিক, শিল্পচর্চা, বৃত্তি প্রদান, শিক্ষা সফর, বাংলাদেশ থেকে আনা হস্ত ও কুটির শিল্পজাত পন্যের প্রদর্শনী এবং নিজস্ব প্রকাশনার আওতায় বই, ম্যাগাজিন, সাময়িকী ও তথ্যগত বুলেটিন প্রকাশ করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
ইউরোপের যে কোন দেশে আসা বাংলাদেশী ইমিগ্রান্টদের আশ্রয় প্রদানের নিমিত্তে তাদের প্রয়োজনীয় স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রতিনিধিত্বমূলক ভূমিকা পালন করবে এই এসোসিয়েশন। বাংলাদেশী ইমিগ্রান্টদেরকে ইউরোপের বিভিন্ন দেশে বাস্তবধর্মী উৎপাদনমুখী খাতে নিয়োজিত করার পাশাপাশি তাদেরকে ইউরোপের সমাজ ও রাজনীতির সাথে সম্পৃক্ত করতে কাজ করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
বাংলাদেশী ইমিগ্রান্টদেরকে ইউরোপীয় সমাজে সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে তথা তাদের সফল ইন্টিগ্রেশনের জন্য কাজ করে যাবে এই এসোসিয়েশন। ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের সাথে ইমিগ্রান্টদের বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের সম-অধিকার ও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে সদাসতর্ক থাকবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
বাংলাদেশী ইমিগ্রান্টদের ইউরোপে সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায়ও কাজ করবে এই এসোসিয়েশন। ইউরোপের যে কোন দেশের সরকারী-বেসরকারী ও প্রাইভেট সেক্টরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে কোন বাংলাদেশী ইমিগ্রান্ট এর কোন জটিলতা বা সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদান করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
বাংলাদেশী ইমিগ্রান্টদের জন্য নিজ নিজ দেশের ভাষা শিক্ষা কোর্স, অন্যান্য বেসিক শিক্ষা কার্যক্রম, বিশেষ স্কুল পরিচালনা সহ তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে প্রফেশনাল কোর্স আয়োজন এবং আয়োজনে সহযোগিতা করবে এই এসোসিয়েশন। বিভিন্ন ইউরোপীয় ও আন্তর্জাতিক সংস্থা, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও বর্নবাদ বিরোধী সংগঠন সমূহের সহযোগিতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী ইমিগ্রান্টদের যে কোন প্রকার সহযোগিতা প্রদান ও সহমর্মিতা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
উপরোক্ত যে কোন ধরনের কর্মসূচী এই এসোসিয়েশনের জন্য অর্থনৈতিকভাবে অলাভজনক খাত হিসেবে বিবেচিত হবে, যা এসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক ভিত্তির জন্য অপরিহার্য। বাংলাদেশের সর্বত্র শিক্ষার প্রসার ও অবাধ তথ্যপ্রবাহে যেসব বাধা রয়েছে, তা দূরীকরণে ইউরোপে প্রয়োজনীয় ব্যাপক প্রচারাভিযান চালাবে এই এসোসিয়েশন। বাংলাদেশের দরিদ্র মানুষের দোরগোড়ায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা পৌছে দিতে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তির ভূমিকা পালন করবে “সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন”।
এই এসোসিয়েশনের যে কোন কর্মসূচী মূলতঃ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যার মধ্য দিয়ে সদস্যরা একইসাথে বাংলাদেশের সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবাসে সমুন্নত রাখার সুযোগ পাবে। সর্বোপরি প্রবাসে “কমিউনিটি ডেভেলপমেন্ট” এবং বাংলাদেশে “কান্ট্রি ডেভেলপমেন্ট” সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশনের ভিশন এন্ড মিশন ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]