• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

স্ট্রবেরী খামারে গুলীবিদ্ধ বাংলাদেশীদের গ্রীন কার্ড দিয়েছে গ্রীক সরকার

ByLesar

Oct 14, 2013

গ্রীসের নেয়া মানোলাদা থেকে মাঈনুল ইসলাম নাসিম : রাজধানী এথেন্স থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে নেয়া মানোলাদার প্রত্যন্ত গ্রামে গত এপ্রিলে গুলীবিদ্ধ বাংলাদেশীদের অবশেষে বৈধ করে নিয়ে্ছে গ্রীক সরকার। ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ৩৫ জন বাংলাদেশীর হাতে গ্রীন কার্ড তুলে দেয়া হয়। রক্তের বিনিময়ে বৈধতা পাবার এক ঐতিহাসিক মুহুর্তে শনিবার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় প্রায় ৫ হাজার বাংলাদেশী অধ্যুষিত নেয়া মানালোদা এলাকায়। কৃষিনির্ভর এই অঞ্চলে বাংলাদেশীরা অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন বছরের পর বছর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চলতি বছর ২৭ এপ্রিল বকেয়া বেতনের জন্য আন্দোলনরত শ্রমিকদের উপর খামার মালিক নিজ হাতে গুলি চালালে মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশী শ্রমিকরা। সৌভাগ্যক্রমে সেদিন অনেকে বেঁচে গেলেও আহত হন ৩৫ জন নিরীহ বাংলাদেশী। ঘটনার পরপরই গ্রীসে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ এথেন্সের বাংলাদেশ কমিউনিটির কর্নধার অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিনকে সাথে নিয়ে গ্রীক সরকারের একাধিক মন্ত্রীর সাথে ফলপ্রসু বৈঠক করার পর এবং আয়েবা সেক্রেটারি জেনারেল ফ্রান্সের কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে প্যারিসের গ্রীক দূতাবাসে স্মারকলিপি প্রদান ও ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট ডেস্কে কঠিন প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে নড়েচড়ে বসে গ্রীক প্রশাসন। দিনকে দিন চাপ বাড়তে থাকে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোর। সবমিলিয়ে শেষ অবধি গ্রীক প্রশাসন তাদের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক পরিশোধ করতে বাধ্য হয় বাংলাদেশীদের রক্তের ঋন। শনিবার নেয়া মানোলাদাতেই আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ ৩৫ জনের হাতে স্টে পারমিট পেপার তুলে দেন। তাৎক্ষণিকভাবে উল্লাস প্রকাশ করে সদ্য বৈধ হওয়া বাংলাদেশীরা। রক্তের বিনিময়ে এই বৈধতা অর্জন বলে মনে করছেন গ্রীসে প্রথম বারের মতো স্টে পারমিট পাওয়া বাংলাদেশীরা। দূতাবাসের কাউন্সিলর লোকমান হোসেনের পরিচালনায় উৎসবমুখর পরিবেশে আয়োজিত স্টে পারমিট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন, আয়েবা সহ-সভাপতি ও এথেন্সের শীর্ষ কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর হালম হাওলাদার, গ্রীস আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুল ইসলাম, গ্রীস বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী লিটন ও সাধারন সম্পাদক ওসমান গনি কামাল, বাংলাদেশ বিজনেস কমিউনিটি ইন গ্রীসের সাধারন সম্পাদক মিজানুর রহমান ও গ্রীস যুবলীগের সভাপতি মোহাম্মদ রিপন ফকির সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version