• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইউরোপের অর্থনৈতিক মন্দার কারনে ইতালী প্রবাসীরা এবার বেছে নিয়েছে নরওয়ে

জাকির হোসেন সুমন, ইতালী থেকেঃ ইতালীসহ ইউরোপের যেসকল দেশে বিশ্ব অর্থনৈতিক মন্দা রয়েছে, সে সকল দেশ হতে বিশেষ করে প্রবাসী বাংলাদেশীরা ইংল্যান্ডসহ ইউরোপের অন্যান্য উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন।ইতালী প্রবাসীরা এবার বেছে নিয়েছেন নরওয়ে। বিশ্বের উন্নত দেশের মধ্যে নরওয়ে অন্যতম। কিন্তু এরই মধ্যে তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুক্ষীন হতে হচ্ছে। কারণ প্রত্যেকটি দেশের কিছু নিয়ম কানুন আছে যা সেই দেশের এবং যারা স্থায়ীভাবে বসবাস করতে চায় তাদেরই বরং সুবিধার জন্য।যেসকল প্রবাসী নরওয়েতে স্থায়ীভাবে বসবাস করার জন্য চেষ্টা চালাচ্ছেন, ইতিমধ্যে তারা মোটামুটি সব ধরনের সমস্যার সাথে পরিচিত। অনেকেই হয়ে পরেছেন অভিভাবকহীন। তবে তাদের এক ধরনের বিশেষ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্লাবের সভাপতি, গোলাম মোয়জ্জেম মিলন।বিশেষ সাক্ষাতকারে গোলাম মোয়জ্জেম মিলন জানান, আগত বাংলাদেশীরা যেমন ভাষাগত সমস্যায় পড়ছে তেমনি বাসা বাড়ি থেকে শুরু করে চিকিৎসা ও আইনগত সমস্যার সম্মুক্ষিনও হচ্ছে।তিনি আরো বলেন, নওয়েতে যেসকল প্রবাসীরা আসতে চাচ্ছে তারা যেন দেশটির কম বেশি আইন কানুন এবং কিভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় এসব সর্ম্পকে জেনে শুনে আসে।উল্লেখ্য নরওয়ের বাংলাদেশ ক্লাবের সভাপতি, গোলাম মোয়জ্জেম মিলন গত ২৯ আগস্ট ইতালির রোমের ভিত্তোরিও নামক এলাকায় ইতালির বাংলা মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version