• Sat. Oct ২৩, ২০২১

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

দেখে নিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ছবি ‘কৃশ- ৩’ Krrish 3

ByLesar

Nov 2, 2013

কৃশ- ৩ ছবিটির ট্রেলার যেভাবে সাড়া ফেলেছে তাতে ধারণা করা হচ্ছে, এ ছবি বক্স অফিস হিট তো করবেই। গড়তেও পারে নতুন রেকর্ড।  এতে অন্তত ব্যবসায়িক সফলতা নিয়ে নিশ্চিত হওয়া যায়। ‘কৃশ-৩’ য়ের বিজ্ঞাপণটি ইন্টারনেটে প্রচারিত হওয়ার চার ঘণ্টার মধ্যে ৪৮ লাখ হিট পড়ে। এতে যারপর নাই আনন্দিত হৃত্বিকের বাবা পরিচালক রাকেশ রোশন।ছবির প্রমো দেখে বলিউড বাদশাহ শাহরুখ খান তার  টুইটারে লিখেছেন, ‘দারুন! রোশনরা আবার ফিরে এসেছে।’ পরিচালক করন জোহর বলেন, ‘এই দেওয়ালিতে এটি ঝড় তুলবে এটা নিঃসন্দেহে বলা যায়।’ পরিচালক ও অভিনেতা ফারহান আকতার ছবির ট্রেলারকে ‘অভিনব’ উল্লেখ করে বলেছেন, ‘ আমি মনে করি সাড়া জাগাতে আসছে কৃশ- ৩ ।

তোঁ বন্ধুরা যারা এই ছবিটি দেখতে চান তারা আমিওপারির বিনোদন বিভাগে গিয়ে এই ছবি সহ এবারের ঈদের সকল নাটক, টেলেফিল্ম ও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সহ সব কিছু দেখে নিতে পারবেন। আমাদের বিনোদন বিভাগে যেতে এখানে ক্লিক করুণ অথবা আমিওপারির হোম পেজ এর উপরে মেনু থেকে বাংলা নাটক/টেলেফিল্ম/সিনেমা নামক বাটনে ক্লিক করুণ।

আর সরাসরি ছবিটিতে  যেতে চাইলে এখানে ক্লিক করুণ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

*****লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ!*****

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *