• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

নতুন ধারায় আরও একটি সংযোজন। আসছে “দেহরক্ষী”

Byadilzaman

Dec 11, 2012

এ বছরের ডিসেম্বর থেকেই আমাদের দেশীয় চলচ্চিত্র অঙ্গনে বইবে বড় ধরনের পরিবর্তনের হাওয়া। তবে সে হাওয়াকে আপনি সুবাতাস বলতে পারেন নিঃসন্দেহে। কাহিনীগত কিংবা প্রযুক্তিগত যে দিকটাই বলুন না কেন বাংলা চলচ্চিত্র হাটছে সেই আশু শুভ পরিবর্তনের দিকেই। একে একে মুক্তিপ্রতিক্ষায় বাড়ছে মানসম্মত ডিজিটাল সিনেমার তালিকা। এ ধারায় এবার যোগ হচ্ছে ইফতেখার চৌধুরীর “দেহরক্ষী” সিনেমা।

ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং শেষ হয়েছে গত মাসে। এখন ছবিটির পোষ্ট প্রোডাকশনের কাজ চলছে। ছোটপর্দার আলোচিত মুখ আনিসুর রহমান মিলন, মডেল এবং অভিনেত্রী ববি, সেই সাথে কাজী হায়াৎ তনয় কাজী মারুফের সন্নিবেশে নির্মিত হচ্ছে সিনেমাটি। তিনজনের জন্যই একসাথে কাজ করা প্রথম সিনেমা এটি। ত্রিভুজ প্রেমের দুর্দান্ত একশন নিয়েই গল্পটি সাজানো হয়েছে বলে পরিচালক-প্রযোজক সূত্র থেকে জানা গেছে।

তবে শ্রোতাদের জন্য নতুন খবর হলো বিশেষদিন ১২.১২.১২ তে ছবিটির অডিও অ্যালবাম মুক্তি পাচ্ছে। জি সিরিজের ব্যানারে ১২ ডিসেম্বরের পর থেকে সারাদেশে অ্যালবামটি পাওয়া যাবে। ছবিটির অডিও এ্যালবামের প্রচ্ছদও ইতোমধ্যেই অবমুক্ত করা হয়েছে।

দেহরক্ষী সিনেমাতে গান রয়েছে মোট পাঁচটি…

*ভালোবাসি তোমায়

*মানে না মন

*জাদু

*তোরে খুঁজি

*সোহানা

এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দোলা, ন্যান্সি, কনা, পারভেজ, শোয়েব ও অদিত নিজে।

 

সঙ্গীত পরিচালক ও ছবির প্রযোজক অদিত বলেন,

এত দিন যারা বাংলা সিনেমার গান ভালো হচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করে আসছেন তাঁরা দেহরক্ষীর গান শুনে তৃপ্তি পাবেন। আমি প্রত্যেকটি গানের পেছনে প্রচুর সময় দিয়েছি। মিউজিকের জন্য বোম্বেও গিয়েছি। সেখানকার সুরেশ যাদব,রাজ সোডার মত মিউজিশিয়ানরা আমার সঙ্গে কাজ করেছেন। আমি একই সঙ্গে মেলোডিরকসুফি এবং বাজু-এর সংমিশ্রন রেখেছি। আশা করছি চেষ্টাটা সকলের ভালো লাগবে।

ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত এই ছবিটি নিয়ে এরই মধ্যে প্রদর্শকদের মধ্যেও বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু প্রযোজক অদিত ছবিটি মুক্তির আগে আরো বেশি প্রচার চান। সেই লক্ষ্যেই সম্প্রতি এশিয়ান টিভি ও রেডিও ফূর্তির (এফ এম) সঙ্গে একটি চুক্তি করেছেন। চুক্তি অনুসারে এখন থেকেই এশিয়ান টিভি ও রেডিও ফূর্তি ছবিটির বিভিন্ন প্রচারণায় কাজ করবে।

এ সম্পর্কে অদিত বলেন,

আমি নির্দিষ্ট কোনো দর্শককে লক্ষ্য করে ছবিটি নির্মাণ করিনি। আমি চাই সকলেই ছবিটি দেখুক। আর সে কারণেই প্রচারণার জন্য এশিয়ান টিভি ও রেডিও ফূর্তির সঙ্গে যুক্ত হয়েছি। শুধু তাই নয়ছবিটি মুক্তির আগে আমরা বিলবোর্ড,বিজ্ঞাপনসহ আরো কিছু পদক্ষেপ নিব। আমার বিশ্বাস ছবিটি নিয়ে দিন দিন দর্শকদের মধ্যে আগ্রহ বাড়বে।

 ছবিটি ১৪ ই ডিসেম্বর মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে…

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *