• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

দেখে নিন রণবীর সিং ও দীপিকার নতুন ছবি রাম-লীলা

ByLesar

Nov 21, 2013

মাত্র তিন দিনে ৩৫ কোটি রুপি বাজেটের ছবিটির ঝুলিতে জমা পড়েছে ৫২ কোটি ৫০ লাখ রুপি।সাধারণত সঞ্জয়ের ছবিগুলোর কাহিনি বেশ ধীর গতিতে এগোয়। কিন্তু ‘রাম-লীলা’য় তা ঘটেনি। এর কাহিনি এতটাই দ্রুত এগিয়েছে যে ছবির চমত্কার আবহ সংগীত বা দৃশ্যপটে মুগ্ধ হওয়ার ফুরসতই পাচ্ছেন না দর্শক। তবে ছবিটির বেশ কয়েকটি দৃশ্যপট সঞ্জয় ধার করেছেন ‘হাম দিল দে চুকে সোনম’, ‘দেবদাস’সহ নিজের পরিচালিত আগের কয়েকটি ছবি থেকে।‘রাম-লীলা’ ছবির সংলাপেও নতুনত্ব এনেছেন সঞ্জয়।‘রাম-লীলা’ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো সঞ্জয়ের কোনো ছবির নায়িকাকে আগ্নেয়াস্ত্রের গুলি ছুড়তে দেখা গেছে।সাধারণত চিত্রকর্মের মতো নিপাট সুন্দর দৃশ্যপটের জন্য সুপরিচিত সঞ্জয়ের ছবিগুলো। খুব বেশি মারকুটে দৃশ্য কিংবা সহিংসতা দেখা যায়নি তাঁর আগের ছবিগুলোতে। কিন্তু ‘রাম-লীলা’ ছবিতে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য সংযোজন করেছেন তিনি।শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিটি তৈরি করেছেন সঞ্জয় লীলা বানশালী। এতে ‘রাম’ ও ‘লীলা’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা। ছবিটিতে আরও অভিনয় করেছেন রিচা চাদ্ধা, সুপ্রিয়া পাঠক, গুলশান দেবিয়া প্রমুখ।

তোঁ বন্ধুরা যারা এই ছবিটি দেখতে চান তারা আমিওপারির বিনোদন বিভাগে গিয়ে এই ছবি সহ সকল বাংলা নাটক, টেলেফিল্ম ও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সহ সব কিছু দেখে নিতে পারবেন। আমাদের বিনোদন বিভাগে যেতে এখানে ক্লিক করুণ অথবা আমিওপারির হোম পেজ এর উপরে মেনু থেকে বাংলা নাটক/টেলেফিল্ম/সিনেমা নামক বাটনে ক্লিক করুণ।

আর সরাসরি ছবিটিতে  যেতে চাইলে এখানে ক্লিক করুণ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *