• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

দেখে নিন আমির খানের Dhoom-3 সব রেকর্ড ছাড়িয়েছে এই ছবিটি

ByLesar

Dec 23, 2013

গত শুক্রবার মুক্তি পেয়েছে ধুম-৩ আর মুক্তির দিনে সবচেয়ে বেশি টাকার বাণিজ্য এখন ধুম-৩ এর পকেটে। আমির খান অভিনীত এই ছবি শুধু শুক্রবারেই ৩৩ কোটি ৪২ লক্ষ টাকার ব্যবসা করেছে। এটা হিন্দি সংস্করণের অঙ্ক। তামিল-তেলুগু ভার্সান মিলিয়ে ধরলে অঙ্কটা ৩৬ কোটি ২২ লক্ষ।এ বছরই ঈদের মৌসুমে ‘চেন্নাই এক্সপ্রেস’ প্রথম দিন ৩৩ কোটি ১২ লক্ষ টাকা বাণিজ্যর রেকর্ড ভেঙে দেওয়ালীর রাতে মুক্তি পাওয়া কৃষ-৩ ৩৫ কোটি টাকার বাণিজ্য করে রেকর্ড করেছিল। সব রেকর্ড ভেঙ্গে দিয়ে ধুম-৩ নতুন রের্কডটি গড়লো। তবে ছবিটি দেখার পর মনে হবে যে সত্যিই অসাধারন একটি ছবি এর যেখানে আমির খান বলে কথা। তাহলে বন্ধুরা আর দেরি না করে যারা দেখেননি তারা এখনি দেখে নিন।

তোঁ বন্ধুরা যারা এই ছবিটি দেখতে চান তারা আমিওপারির বিনোদন বিভাগে গিয়ে এই ছবি সহ সকল বাংলা নাটক, টেলেফিল্ম ও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সহ সব কিছু দেখে নিতে পারবেন। আমাদের বিনোদন বিভাগে যেতে এখানে ক্লিক করুণ অথবা আমিওপারির হোম পেজ এর উপরে মেনু থেকে বাংলা নাটক/টেলেফিল্ম/সিনেমা নামক বাটনে ক্লিক করুণ।

আর সরাসরি ছবিটিতে  যেতে চাইলে এখানে ক্লিক করুণ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *