সুইস বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের বাংলা পাঠশালায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠামেলা। জেনেভা প্রবাসী বাংলাদেশীদের এক প্রাণের উৎসবে রুপান্তরিত হলো পৌষের এই পিঠামেলা, যেন সুইজ্যারল্যাণ্ডে এক নতুন গ্রাম, নতুন উৎসব, শীতকালীন পিঠামেলা।সুইস বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সভাপতি জনাব রিয়াজুল হক ফরহাদের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসাইন শাদাত, মোল্লা নজরুল, কুদরত এলাহী টুকু, নুরুল ইসলাম জজর্, আনোয়ারুল ইসলাম জজর্ প্রমুখ। সুইস বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পিঠামেলাতে প্রায় তেত্রিশ প্রকারের পিঠার সমাগম হয়। তন্মধ্যে চিতৈ, দুধ চিতৈ, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটি সাপ্টা, কাটা পিঠা, রস পিঠা, তাল পিঠা, ডিম পিঠা, গুলি পিঠা, তেল পিঠা, নারিকেল পিঠা, ঝাল পিঠা উল্লেখযোগ্য। পিঠা সরবরাহে ছিলেন বাংলাদেশী ভাবীরা। মিসেস ফরহাদ, মুক্তি, ইতি, মুক্তা, কান্তা, সালমা, নিশাত, নুপুর, জেমি সহ আরও অনেকে পিঠা সরবরাহ করেন।পিঠামেলার আয়োজকগন পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে পিঠামেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।