• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জার্মানির হামবুর্গ বন্দরে কিভাবে মাদক সনাক্ত করা হয় তা নিয়ে দেখুন একটি ভিডিও প্রতিবেদন।

ByLesar

Jan 9, 2014

জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশেই প্রতিদিন জাহাজ বোঝাই করে লাখ লাখ টন পণ্য আসে। এবং এসব পণ্যের সাথে অবৈধ ভাবে পাচার করে থাকে মরন নেশা এই মাদক। জার মদ্ধে রয়েছে কোকেইন,হেরোইন,আফিন,গাঁজা সহ ইত্তাদি।তবে ইউরোপের বিভিন্ন দেশ গুলো থেকে জার্মানিতে এই মাদক সনাক্ত করার জন্য তারা সব সময় প্রস্তুত। আন্তর্জাতিক অপরাধীর চক্রগুলির খুঁজে থাকে জার্মান পুলিশ। আর পুলিসের হাতের সেরা অস্র হল আধুনিক ফরেন্সিক প্রযুক্তি। জার্মানির হামবুর্গ বন্দরে প্রতি বছর ৯০ লাখ টন মাল নামে সারা ববিশ্ব থেকে আসা নানা ধরনের পণ্য। রুটতা আন্তর্জাতিক মাদক পাচার কারিদেরও চেনা। সম্প্রতি হামবুর্গ এর শুল্ক বিভাগ দক্ষিণ আফ্রিকা থেকে আসা পণ্যের মদ্ধে ১১ কিলো কোকেইন খুঁজে পেয়েছে। শুল্ক বিভাগের কর্মকর্তার কাজ হল পাচার করা মাদকের খোঁজ করা। আর কিভাবে তারা এই লাখ লাখ টন পণ্যের মদ্ধে মাদক খুঁজে বের করে তার সম্পরকে বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতেঃ

[youtube -TpUZXiEhjQ?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *