• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

৭০ কেজি হিরোইন নিয়ে ইতালির আনকোনাতে ৪ সন্তান সহ এক কাপল গ্রেগতার! ভিডিও!

ByLesar

Jul 21, 2014

একটি কারাভ্যানের মধ্যে বিভিন্ন কৌশলে এই ৭০ কেজি হিরোইন বহন করছিলো তারা।যেভাবে ব্যাখ্যা করেন? আমরা গ্রীস থেকে গ্রিস্মের ছুটিতে ইটালিতে প্রবেশ করছিলাম। অবশ্য তাদের কাম্পার এর মধ্যে পুলিশ ৭০ কেজি হিরোইন পেয়েছে।কাপলটি ইতালির নগরী জেনেভার বাসিন্দা, স্বামীর ৪৪ বছর বয়স এবং স্ত্রীর ৩৫ বছর, সাথে ছোট বড় চারজন সন্তান রয়েছে। ইতালির আনকোনা পোর্টদিয়ে ফেরিঘাট থেকে নামার সময় সন্দেহ জনক পুলিশ ওদের তল্লাশি চালালে আসল ঘটনা বেরিয়ে আসে। এবং দেখা যায় নানা কৌশলে তারা এই ৭০ কেজি হিরোইন অন্য দেশ থেকে ইটালিতে পাচার করছিলো। কারাভ্যানের ভিতর কাঠের দরজার ভিতর লুকিয়ে সাথে ৪ সন্তান দের কাজে লাগিয়ে তারা এই কাজটি করার চেষ্টা চালিয়েও বের্থ হয়েছে।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতেঃ

[youtube 3kGrypTD5WU?modestbranding=1&rel=0 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *