ইতালি প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ করতে বাংলাদেশী বেসরকারি প্রতিষ্ঠান FIRST SECURITY ISLAMI BANK LTD এর একটি শাঁখা FIRST SECURITY ISLAMI EXCHANGE ITALY s.r.l এর উদ্বোধন করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে প্রবাসীদের প্রেরিত অর্থ দ্রুত পৌঁছে দেওয়ার নানান ধরনের সুবিধা নিয়ে এসেছে বলে দাবী করেন। এই ব্যাংক এর প্রধান দুটি সুবিধা হচ্ছে ১- এর মাধ্যমে এখানে বসে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলা যাবে ও ২- যেহেতু এটি একটি ইসলামিক ব্যাংক কাজেই পাচ্ছেন সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্তা ।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube FGLJxZ0q4vU?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]