• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আমিরাতে ১০ লাখ এমআরপি দেবে সরকার

Byexperience

May 14, 2014

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আউট সোর্সিং পদ্ধতিতে এসব পাসপোর্ট দেওয়া হবে।  সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আউট সোর্সিং পদ্ধতিতে আবেদনকারীর দোরগোড়ায় এমআরপি পৌছে দেয়ার জন্য পাসপোর্ট ফি’র অতিরিক্ত ১৩ মার্কিন ডলার সার্ভিস চার্জ হিসাবে নেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আইরিশ কর্পোরেশন মালয়েশিয়া ১০ লাখ এমআরপি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পৌছে দেবে বলে জানান অর্থমন্ত্রী। শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন শিকলবাহা ২৫০ মেগাওয়াট কমবাইন্ড সাইকেল (ডুয়েল ফুয়েল) পাওয়ার প্লান্ট নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সভা শেষে অর্থমন্ত্রী বলেন, লারসেল অ্যান্ড টারবো লিমিটেড ইন্ডিয়াকে একাজ  দেওয়া হয়েছে। এক হাজার ৭০৭ কোটি টাকা ব্যয়ে এ পাওয়ার প্লান্ট ১৮ মাসে নির্মাণ করা হবে। দরপ্রস্তাব অনুমোদনে বেশি সময়ের প্রয়োজন হয়েছে  জানিয়ে মন্ত্রী বলেন, এ প্রকল্পে চারটি দাতা সংস্থা রয়েছে। আলাদা আলাদাভাবে এ প্রস্তাব অনুমোদন করতে হয়েছে।

বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে ও অন্যান্য স্থাপনা তৈরির দরপ্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী বলেন, কোরিয়ার ইউসিন ইঞ্জিনিয়ারিং একাজ পেয়েছে। ৩৮ কোটি টাকা ব্যয়ে ৩৬ মাসে তারা একাজ করবে। অন্যান্য সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের নদী ড্রেজিং এর জন্য ড্রেজার ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্পের আওতায় ২৫৭ কোটি টাকা ব্যয়ে ক্রয়প্রস্তাব, টিচার্স এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্সি শীর্ষক পরামর্শক নিয়োগের ক্রয়প্রস্তাব, ১৪টি পেট্রোলিয়াম স্টোরেজ ট্যাংক নির্মাণে কার্যাদেশ প্রদানের অনুমোদন দেওয়া হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *