দেওয়ান বজলু (পেটারসন, নিউ জার্সি):- গত ১লাজুলাই নিউজার্সি র তৃতীয় বৃহত্তম সিটি পেটারসন এর নির্বাচিত মেয়র হিসাবে “হজে জয়ী টরেস” শপথ গ্রহণ করেন,এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান নিউজার্সির গভর্নর ক্রিসক্রিস্টি। উল্লেখ্য গত মে মাসের নির্বাচনে মেয়র টরেস তৃতীয় বারের মত পেটারসন মেয়র হিসেবে বিপুল ভোট এ জয় লাভ করেন| তিনি এর আগে আরো ২ বার পেটারসন এর নির্বাচিত মেয়র হিসেবে দায়েত্ব পালন করেন| গত ২০১০ এর নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন বিদায়ী মেয়র জেফ্ফেরি জোন্স এর নিকট, ঐ বছর বাংলাদেশী কমিউনিটি র মেজরিটি অংশ তার পক্ষে কাজ করে।
মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি এ প্রতিবেদক কে বলেন এ টার্ম ও তিনি বাংলাদেশী কমিউনিটি র সঙ্গে এক যোগে কাজ করবেন| জয়ী টরেস ই প্রথম মেয়র বাংলাদেশীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন|তার গত টার্ম এ মেয়র থাকাকালীন সময়ে জালালাবাদ মসজিদ এর পার্কিং সুবিধা, প্রথমবারের মত পেটারসন সিটি তে প্রতি বছর ১৬ ই ডিসেম্বর বাংলদেশ এর বিজয় দিবসে বাংলদেশ এর জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করেন।
নিউ জার্সির পেটারসন এ নুতন মেয়র এর শপথ গ্রহণ।
বিমানের টয়লেটে বিপজ্জনক মুহূর্ত কাটালেন এক নারী যাত্রী!
বাংলাদেশকেই উদ্যোগ নিতে হবে নিউজিল্যান্ডের সাথে সম্পর্কোন্নয়নে
সেক্স করা অবস্তায় জানালা দিয়ে পড়ে মাড়া গেলো চায়না একটি জুটি
ভারতীয় মন্ত্রীর স্ত্রীর রহস্য জনক মৃত্যু! ভিডিওতে দেখুন বিস্তারিত।
যুক্তরাষ্ট্রে ডিসি একুশে এলাইয়েন্স এর উদ্যোগে ‘অমর একুশে’ উদযাপন
ফ্রি ব্যক্তিগত বিজ্ঞাপন! Anti Radiation Mobile Chip, Made in Japan এর ডিলার বা এজেন্ট প্রয়োজন। এবং ...