দেওয়ান বজলু (নিউ ইয়র্ক):-গত ২৭ শে জুন আইপিটিভি বক্স এর মাধ্যমে ৫০ টি ও তার অধিক টিভি চ্যানেল প্রতিযোগিতা মূল্যে ভালো সার্ভিস দেয়ার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে বাজার এ খুব শীঘ্রই রমজানের পর পর গ্রাহকদের হাতে পৌছে দিবেন বলে নিউ ইয়র্ক এর জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন এ জানিয়েছেন ক্লিয়ার ক্যাবল এর কর্মকর্তা বৃন্দ|
তাহারা ইতিমধ্যে চ্যানেল গুলির ছবি র স্বচ্ছতা ও সম্প্রচার এর কারিগরী বিষয় গুলি সম্পাদন করেছেন এবং বাজারে বিরাজমান যেকোনো আইপিটিভি প্রভাইডার এর চেয়ে উন্নত সার্ভিস ও সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন|
সংবাদ সম্মেলনে ক্লিয়ার ক্যাবল এর ম্যানেজমেন্ট টীম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব নাদিম শেখ, এএইচএম আক্তারুজ্জামান ,মুহিত উদ্দিন মালেক,মাসুদুর রহমান,জায়েদুল খান, সাদ ও সংগ্রাম| ক্লিয়ার ক্যাবল এর আইটি টীম এর দায়িত্বে আছেন মাহমুদুল হাসান ও আইটি ইঞ্জিনিয়ার মিস্টার সোহাদ|
উক্ত অনুষ্টানে নিউ ইয়র্ক এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন|
নিউ ইয়র্ক এর জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে ক্লিয়ার ক্যাবল এর সংবাদ সম্মেলন।
সুইজারল্যান্ডে বাংলাদেশের প্রথম নারী স্পীকার মাননীয়া ডঃ শিরিন শারমীন চৌধুরী কে গণ সংবর্ধনা
আমিরাতে ১০ লাখ এমআরপি দেবে সরকার
লেবাননে ৪৭ দিন পর মুক্তি পেলেন গওসোল-সাদিয়া কর্তৃক অপহৃত আলী আকবর(ভিডিও)।
আকাশ থেকে পড়লো মানব দেহের অঙ্গ! বিমানের চাকাবক্স থেকে অঙ্গটি পড়ছে বলে ধারনা করছে পুলিশ।
সৌদি আরবে বাংলাদেশিসহ ১৩৫০ জন অবৈধ শ্রমিক গ্রেপ্তার
মেক্সিকোতে পরিচিতি পাচ্ছে বাংলাদেশ, আছে সহনীয় ইমিগ্রেশন আইন!