• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

নিউ ইয়র্ক এর জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে ক্লিয়ার ক্যাবল এর সংবাদ সম্মেলন।

Bydewan chowdhury

Jun 28, 2014

দেওয়ান বজলু (নিউ ইয়র্ক):-গত ২৭ শে জুন আইপিটিভি বক্স এর মাধ্যমে ৫০ টি ও তার অধিক টিভি চ্যানেল প্রতিযোগিতা মূল্যে ভালো সার্ভিস দেয়ার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে বাজার এ খুব শীঘ্রই রমজানের পর পর গ্রাহকদের হাতে পৌছে দিবেন বলে নিউ ইয়র্ক এর জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন এ জানিয়েছেন ক্লিয়ার ক্যাবল এর কর্মকর্তা বৃন্দ|
তাহারা ইতিমধ্যে চ্যানেল গুলির ছবি র স্বচ্ছতা ও সম্প্রচার এর কারিগরী বিষয় গুলি সম্পাদন করেছেন এবং বাজারে বিরাজমান যেকোনো আইপিটিভি প্রভাইডার এর চেয়ে উন্নত সার্ভিস ও সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন|
সংবাদ সম্মেলনে ক্লিয়ার ক্যাবল এর ম্যানেজমেন্ট টীম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব নাদিম শেখ, এএইচএম আক্তারুজ্জামান ,মুহিত উদ্দিন মালেক,মাসুদুর রহমান,জায়েদুল খান, সাদ ও সংগ্রাম| ক্লিয়ার ক্যাবল এর আইটি টীম এর দায়িত্বে আছেন মাহমুদুল হাসান ও আইটি ইঞ্জিনিয়ার মিস্টার সোহাদ|
উক্ত অনুষ্টানে নিউ ইয়র্ক এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *