• Sun. মে ২৬, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

এবরশন/গর্ভপাত করানোর সম্পূর্ণ ভিডিও অনলাইনে প্রকাশ “এখানে ভয়ের কিছুই নেই”

Byadilzaman

May 8, 2014

শুনতে অনেকটা অদ্ভুত হলেও সত্য। বর্তমান প্রজন্মের কাছ থেকে এরকম অনেক কিছুই আমাদের দেখতে ও শুনতে হচ্ছে। আর ইন্টারনেট এর মতো প্রযুক্তি সবার হাতের মুঠোয় আসার ফলে অনেকেই এখন এমন সব নতুন নতুন কর্মকাণ্ড ঘটায় যা সত্যিই আমাদের ভাবিয়ে ছারে। এরকমি এক ২৫ বছরের যুবতী তার গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেয় এবং সে এটি পরিকল্পিত ভাবে ভিডিওতে রেকর্ড করে এবং সবশেষে এটি অনলাইনে প্রকাশ করে।

তার নাম Emily Letts তিনি দীর্ঘ কয়েক বছর যাবত নিউ জার্সির একটি ক্লিনিকে কাজ করে আসছে। এবং প্রায় কয়েক বছর ধরেই সে সমাজ/সংসার এর সাথে যুদ্ধ করে আসছে একটি কথা বুঝানোর জন্য!! আর তা হলো “এবরশন/গর্ভপাত নাকি কোন হত্যা নয়” এবং প্রতিটি নারীর অধিকার রয়েছে তার শরীর কে সে কীভাবে পরিচালনা করবে এবং তার জীবনের সাথে সে কি করবে? আর তাই সে যখন গর্ভবতি তখন থেকে এই সিদ্ধান্ত নেয় যে সম্পূর্ণ ঘটনাটি ভিডিও করবে। এবং সে এখানে আর একটি বিষয় সারা বিশ্বের মেয়েদের বুঝাতে চেয়েছে যে, এবরশন/গর্ভপাতকরা নাকি অনেক সহজ একটি বিষয় এবং এতে কোন ঘাবড়াবার কিছু নেই এবং এতে কোন প্রকার ব্যথাও অনুভব করবেনা তারা।

[youtube OxPUKV-WlKw?modestbranding=1&rel=0 nolink]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *