• Sun. Nov ২৪, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কম্পিউটারে বাংলা লেখার নিয়ম ভিডিও টিউটোরিয়াল সহ

ByLesar

Feb 23, 2013

কম্পিউটারে বাংলা লেখার জন্য অভ্র বা বিজয় এ দুইটির যে কোনো একটি ব্যবহার করতে হয়। বিজয় টাকা দিয়ে কিনতে হয় কিন্তু অভ্র সম্পূর্ণ ফ্রি এবং খুব সহজে এর মাধ্যমে বাংলা লেখা যায়। যেহেতু আমরা নতুন তাই আমি আপনাদের অভ্র দিয়ে বাংলা লেখার পদ্ধতি শেখাবো।

অভ্র একটি মুক্ত সফটওয়্যার যা বিনামূল্যে পাওয়া যায় ও ব্যবহার করা যায়। অভ্র দিয়ে বাংলা লেখার জন্য প্রথমে আপনাকে এই লিংক থেকে অভ্র এর নতুন সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে। নিয়ে কম্পিউটারে ইনস্টল করুন (কিভাবে ইন্সটল করতে হয় যানতে এখানে ক্লিক করুন)। হয়তো আপনার কম্পিউটার টি একবার বন্ধ করে আবার পুনরায় চালু করতে হতে পারে।

অভ্র সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনার কম্পিউটার এর স্ক্রিনে নিচের ছবির মত করে অভ্র প্রদর্শিত হবে। 

এটি সাধারণত মনিটর স্ক্রিনের উপরে হাতের ডানে দেখতে পাবেন। এখন কথা হোল “অভ্র-তো ইনস্টল করলাম কিন্তু বাংলা লিখবো কিভাবে? একবার অভ্র ইনস্টল হওয়ার পর আপনি যেখানে খুশী যেভাবে খুশী বাংলা লিখতে পারবেন এর জন্য আপনাকে অভ্রর কিবোর্ড সুইচ  বাটনে ক্লিক করে বাংলা করে নিতে হবে, নিচের চিত্রে দেখানো  হোল।

উপরের চিত্রের মতো বাংলা লেখার সময় বাংলা একটিভ করে নিতে হবে আর ইংলিশ লেখার সময় ইংলিশ একটিভ করতে হবে। এটি আপনি মাউস দিয়েও করতে পাড়েন বা কিবোর্ড দিয়েও করা যাবে। মাউস এর খেত্তে মাউস দিয়ে ক্লিক করলেই হবে আর কিবোর্ড এর খেত্তে কিবোর্ডের F12 বাটনে টিপ দিয়ে একটিভ বা ইন একটিভ করা যাবে। একটিভ করে আপনি যেখানেই কোনো কিছু লিখবেন টা অটোমেটিক বাংলা টাইপ হতে থাকবে।  আপনি ওয়েব সাইট, ইমেইল,ফেসবুক, মাইক্রোসফট ওয়ার্ড ও আরো  অনান্য সার্ভিস এ বাংলা লিখতে পারবেন।

অভ্র দিয়ে বাংলা লেখার নিয়ম

অভ্রর মাধ্যমে ফোনেটিক দিয়ে বাংলা লেখা খুবই সহজ। যেমনঃ যদি আপনি লিখতে চান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” তাহলে অভ্র কিবোর্ড দিয়ে আপনাকে ইংরেজি অক্ষরে টাইপ করতে হবে “amar sonar bangla ami tomay valobasi” তাহলে বুঝতেই পারছেন অভ্র দিয়ে বাংলা লেখা কত সহজ । তবে কোন অক্ষর বা সব লিখতে যদি কোন সমস্যা হয় তাহলে অভ্র সাজেশন প্রিভিউ উইন্ডো তো আছেই।

এটি হচ্ছে অভ্রর সাজেশন প্রিভিউ উইন্ডো যেখানে আপনি যা লিখবেন তার প্রিভিউ দেখতে পাবেন নিচের ছবিতে একটি উদাহরন দেখানো হোল

এখানে ইংরেজিতে Ami লেখার সাথে সাথে প্রিভিউ উইন্ডোতে দেখা যাচ্ছে আমি,আমই,এমই তো আপণী এখান থেকে আপনার সঠিক বাংলা লেখাটা বেছে নিতে পারবেন।

শুধু তাই নই অভ্রতে অনেক ইংলিশ ওয়ার্ড লিখলে তা স্বয়ংক্রিয় ভাবে বাংলা হয়ে যাবে যেমনঃ আপনি যদি ইংলিশ এ “Word” তাহলে সেটা বাংলায় “ওয়ার্ড” হয়ে যাবে, একই ভাবে আপনি যদি “Facebook” লিখেন তাহলে সেটা বাংলায় “ফেসবুক” হয়ে যাবে। কি মজাদার না?  যুক্ত অক্ষর লেখার জন্য আপনাকে কোন কষ্ট করতে হবে না। যুক্ত অক্ষর লিখতে চাইলে যেভাবে ইংলিশ হরফে লিখেন ঠিক অই একই ভাবে লিখতে হবে। যেমনঃ যদি “শিক্ষক” লিখতে চান তাহলে “shikkhok” কিবোর্ড থেকে প্রেস করতে হবে, যদি “কষ্ট” লিখতে চান তাহলে “koshto” লিখলেই হয়ে যাবে।

অভ্র ফোনেটিক কিবোর্ড কি ম্যাপ

আরো ভালো করে বুঝার জন্য রয়েছে অভ্র কি ম্যাপ যেখানে আপনি দেখতে পাবেন কোন সুইচ এ চাপ দিলে কি অক্ষর স্ক্রিনে আসবে? তাই এই ধরনের সমস্যা থেকে রে হায় পাওয়ার জন্য আপনারা অভ্রর কি ম্যাপ দেখে নিতে পারেন।

অভ্র কি ম্যাপ ওপেন করার জন্য উপরের চিত্রে দেখানো আইকনে ক্লিক করুণ।

আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে অভ্র দিয়ে কম্পিউটারে বাংলা লিখতে হয়।

“যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বা কারো কোন প্রশ্ন থাকে” তো নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের যানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দিতে।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না…

যদি আমাদের লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আরো ভালো করে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube 2Stq73EwTfY nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

১৬ thoughts on “কম্পিউটারে বাংলা লেখার নিয়ম ভিডিও টিউটোরিয়াল সহ”
  1. সরাসরি ফেইসবুক অ বাংলা লিকতে আমায় কি করতে হবে . আমায় আসলে পারচি না ফ্রেন্ড . +8801724299970

    1. সরাসরি ফেসবুকে বাংলা লেখার জন্য প্রথমে আপনার কম্পিউটারে অভ্র ইন্সটল করে নিতে হবে। অভ্র ইন্সটল হওয়ার পর ফেসবুক বা যেখানে বাংলা লিখতে চান সেখানে গিয়ে কোন কিছু টাইপ করুণ দেখবেন ইংলিশ এ লেখা আসবে…।। এখন এই ইংলিশ কে বাংলা করার জন্য কীবোর্ড এর F12 তে একবার চাপুন, চেপে এবার লিখুন ঃ যেমন আপণী লিখতে চান আমি ভালো আছি তো এটি ইংলিশে লিখুন AMI VALO ACHI দেখবেন … আপনি লিখছেন ইংরেজিতে কিন্তু লেখা হয়ে যাবে বাংলায়। পুনরায় বাংলা লেখা ইংলিশে আনতে হলে আবার F12 চাপুন। এভাবেই অভ্র দিয়ে বাংলা লিখতে হয়

  2. ভাই অভ্র দিয়ে হসান্ত দিয়ে কিভাবে যুক্তাক্ষর লিখতে হয় বলবেন।…………………

    1. Esc চেপে দুবার ,, চাপুন। আশা করি হসন্ত পেয়ে যাবেন।

  3. ভাই আমি উইন্ডোজ ৭ ব্যাবহার করি,আভ্র ইন্সটল করার আগে মজিলাতে বাংলা পরতে পারতাম, কিন্তু অভ্র ইন্সটল করার পর বাংলা পরতে পারতেছিনা অক্ষর গুলা কেমন জেনো এলোমেলো দেখায়,কি করতে পারি ?

    1. ধন্যবাদ Rubel ভাই কমেন্ট করার জন্য আপনি আমাদের এই পোস্টটি পরুন। আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করে ফন্ট নামক ফোল্ডারে সেভ করতে হবে। বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে http://amiopari.com/877/

  4. My Computer এর উপর মাউস রেখে ডান ক্লিক করে Properties এ যান। এখন Advanced Settings নির্বাচন করে Performance এর নিচে Settings এ ক্লিক করুন। এখন Customs নির্বাচন করে সবার নিচের বক্সের টিক চিহুটি রেখে বাকি সবগুলো তুলে দিয়ে OK করুন।

  5. কম্পিউটার এর গতি বাড়ানোর জন্য টিপস :

    shamim

  6. ami windows 7 use kori.bangla likhar jonno ami chorome avro downlode korchi bt avro downlode korar por chorome kono bangla front show korena,kinto avro downlode korar age chorome bangla front show korto!!!r ami apanr deoyaa uporer nirdesonamoto sayiam rupali installed korte giyee dekhi amar pc te age tekei insatalled kora.tachara ami controll pannel e giye font name kono folder e khoje pai nai.akhon to ami oha jamelai porchi,,now chorome kono bangla front e show kore na ,,,even facebook o.asa kori akata somadan pabo.donnnobad

    1. রতন মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমস্যা জানিয়ে আমাদের কাছে প্রশ্ন করার জন্য। আসলে আপনার সমস্যার বিষয়টি আমরা ঠিক বুঝতে পারছিনা। আপনি বলেছেন গুগল ক্রম দিয়ে আপনি অভ্র ডাউনলোড করেছেন। কিন্তু আপনি সেটা ইন্সটল করেছেন কিনা সেই বিষয়ে কিছু বলেন নি। মানে ডাউনলোড করা ও ইন্সটল করা এক বিষয় না। ডাউনলোড করা বলতে আমরা বুঝি আপনি অনলাইন থেকে কোন প্রোগ্রাম ডাউনলোড করেছেন, যেটি আপনার ডাউনলোড করা ফোল্ডার এর মধ্যে পাওয়া যাবে। আর ইন্সটল করা বলতে বুঝি, আপনি যে প্রোগ্রাম টি ডাউনলোড করেছেন সেটিকে ব্যবহার করার জন্য আপনার কম্পিউটারে ইন্সটল করা। তাই আপনি সবার আগে এই বিষয়টি ক্লিয়ার করে আমাদের বুঝাতে হবে।ধরে নিলাম আপনি হয়তো ভুল করে ডাউনলোড ও ইন্সটল বিষয়টি কে এক বিষয় মনে করে ইন্সটল করাকে ডাউনলোড বলে মনে করছেন। যদি আপনি অভ্র আপনার কম্পিউটারে ইন্সটল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে গুগল ক্রম এর ফন্ট অপশন এর জন্য আপনাকে যেতে হবে ক্রম ব্রউসার এর হাতের ডান পাশের মেনুতে যেখানে settings নামক একটি অপশন রয়েছে। আর সেখানেই font এর বিষয়টি পাবেন। এর জন্য আপনাকে controll pannel এ যেতে হবে না। ধন্যবাদ

  7. brother ami really sorry cos ami mone hoy bisoy ti apanake thik bujate parini.anyway,ami chorom teke avro to downlode korci nd install o korlam.bt bangla front to show kore na!!apnar kotha moto ami chorom broweser dan paser menu setting e giyee…..ki korte hobe jodi diknirdesona den tahole kitarto hobo.donnobad

  8. note:ami windows 7 use kori,,nd chorom broweser dan paser menu te setting nd font ta italian language e ki name show kore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *